shono
Advertisement

Breaking News

রাস্তায় মিলছে পর্যাপ্ত ট্যাক্সি, সাড়া নেই সিটুর ডাকা ধর্মঘটে

হাওড়া, শিয়ালদহ স্টেশন ও বিমানবন্দরে স্বাভাবিক ট্যাক্সি পরিষেবা৷ The post রাস্তায় মিলছে পর্যাপ্ত ট্যাক্সি, সাড়া নেই সিটুর ডাকা ধর্মঘটে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:46 AM Aug 06, 2019Updated: 11:47 AM Aug 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়াতে হবে ভাড়া৷ এই দাবিতে মঙ্গল ও বুধবার ফের ধর্মঘটের ডাক দিয়েছিল সিটু৷ কিন্তু ঘোষণাই সার! বরং এর ফল হল উলটো৷ যে চালকদের কথা ভেবে এই ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনটি৷ সেই ধর্মঘট থেকে মুখ ফিরিয়ে রাখল ট্যাক্সি চালকরাই৷ সূত্রের খবর, মঙ্গলবার থেকে শুরু হওয়া ধর্মঘটে শামিল হয়নি শহরের ট্যাক্সি চালকদের একটা বড় অংশ৷ যার প্রমাণ মিলেছে শহরের রাস্তায়, হাওড়া ও শিয়ালদহ স্টেশন ও দমদম বিমানবন্দরে৷ এমনকী, পরিষেবা স্বাভাবিক রয়েছে ওলা, উবেরের মতো অ্যাপ ক্যাবেরও৷

Advertisement

[ আরও পড়ুন: সন্ধে থেকে সিঁড়ির তলায় লুকিয়ে খুনি, সিসিটিভিতেই নেতাজিনগর হত্যার রহস্য ফাঁস]

জানা গিয়েছে, এদিন সকাল থেকে ট্যাক্সির পেতে নাজেহাল হতে হচ্ছে না যাত্রীদের৷ পর্যাপ্ত ট্যাক্সি পাচ্ছেন সকলেই৷ এমনকী, ট্যাক্সি পাওয়া নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে না হাওড়া ও শিয়ালদহ স্টেশন এবং দমদম বিমানবন্দরে আগত যাত্রীদের৷ কেন ধর্মঘটে শামিল হলেন না চালকরা? ওয়াকিবহাল মহলের ধারনা, এর পিছনে অন্যতম কারণ হল দিন দিন রোজগার কমতে থাকা৷ যার জন্য এই ধর্মঘট থেকে মুখ ফিরিয়েছেন চালকরা৷ কেবল হলুদ ট্যাক্সি চাকরাই নন, সূত্রের খবর, ধর্মঘটে পুরোপুরি সামিল হয়নি ওলা, উবেরের মতো অ্যাপ ক্যাব সংগঠনগুলিও৷

[ আরও পড়ুন: পোস্তায় ৭০ লক্ষ লুটের মাস্টারমাইন্ড আইনজীবী, মুম্বইতে ফূর্তি করে ফিরে জালে দুই সঙ্গী ]

এই প্রথম নন, এর আগেও ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছিল বাস, মিনিবাস, ট্যাক্সি সংগঠনগুলি। ন্যায্য লভ্যাংশ ও পুলিশি অত্যাচার বন্ধের দাবিতে ১ ও ২ জুলাই কলকাতায় ধর্মঘট করে অ্যাপ ক্যাব সংগঠনগুলিও। পরে যাতে যোগ দেয় লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন৷ কিন্তু এই ধর্মঘটের পরেও কাজ না হওয়ায় এবার আগস্টের প্রথম সপ্তাহে মঙ্গল ও বুধবার ফের ‘চাক্কা জ্যাম’ করে ট্যাক্সি সংগঠনগুলি৷

The post রাস্তায় মিলছে পর্যাপ্ত ট্যাক্সি, সাড়া নেই সিটুর ডাকা ধর্মঘটে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement