সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাথমিক শিক্ষক পদে প্রশিক্ষণের ডিএলএড (D.El.Ed)কোর্সেও আইনি ধাক্কা। কলকাতা হাই কোর্টের (Calcutta HC) ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, আগামী ৯ জুন পর্যন্ত ডিএলএডে ভরতি হওয়া যাবে না। ৬ জুন সিঙ্গল বেঞ্চে শুনানি যেমন আছে, তেমনই হবে বলে জানানো হয়েছে। স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধিতে অনিশ্চিত অন্তত ৩০ হাজার পড়ুয়ার ভবিষ্যৎ।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে একাধিক কর্তব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর ডিএলএড কোর্সে ভরতিতেও অনিয়মের অভিযোগ ওঠে। ধৃতদের কয়েকজনই বিপুল টাকা নিয়ে ডিএলএড কলেজগুলিতে ভরতি হতে সাহায্য করেছেন বলে অভিযোগ। সেই সংক্রান্ত বেশ কিছু নথিও হাতে আসে সিবিআইয়ের (CBI)। সেসব আদালতে পেশ করার পর আইনি নিয়ম মেনে স্থগিতাদেশ জারি হয়। চলতি বছরের গোড়াতেই এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।
[আরও পড়ুন: বাড়ির পাঁচিল নিয়ে বিবাদের জের, ভাইপোকে মেরে ঝুলিয়ে দিল কাকার পরিবার!]
জানুয়ারি মাসে স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর ৩০ মে পর্ষদ ডিএলএডে ভরতির বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু সেই প্রক্রিয়াও ফের আটকে গেল। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল। ৯ জুন পর্যন্ত ভরতি প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করা হয়েছে। অর্থাৎ এই সময় পর্যন্ত কোনও ডিএলএড পড়ুয়া কলেজে ভরতি হতে পারবেন না।
[আরও পড়ুন: লালবাজার গোয়েন্দা দপ্তরের নথিতে বিকোচ্ছে শিঙাড়া, জিলিপি!]
D.El.Ed কোর্সে ভরতির জন্য অনলাইন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। কিন্ত যারা অফলাইনে ভরতি হয়েছিল, তাদের রেজিস্ট্রেশন আটকে যায়। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই পরিপ্রেক্ষিতে, নির্দেশ দিয়েছিলেন এই ৬০০টি কলেজে পড়ুয়াদের উপস্থিতির যে রেজিস্ট্রার খাতা, সেটা নিয়ে পর্ষদ এবং কলেজ কর্তৃপক্ষ বৈঠক করে দেখবেন, ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কত?
প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কলেজ কর্তৃপক্ষ বৈঠক করে। এরপরেই পর্ষদ তড়িঘড়ি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, এবং সেখানে তারা জানান আগামী তিন দিনের মধ্যে যারা অফলাইনে ভরতি হয়েছিলেন তাদের অবিলম্বে রেজিস্ট্রেশন করে নিতে হবে তবে তার জন্য প্রতি ছাত্র-ছাত্রীকে তিন হাজার টাকা করে দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হন সুকান্ত গুড়িয়া নামে এক ছাত্র। আজ সেই মামলার শুনানিতেই স্থগিতাদেশের মেয়াদ বাড়়াল ডিভিশন বেঞ্চ।