shono
Advertisement

নৈনিতালের হোটেলে দম্পতির ঘরে চারপেয়ে ‘অতিথি’

হোটেলে এক দম্পতির ঘরে যিনি প্রবেশ করলেন তিনি কারও প্রাইভেসির ধার ধারেন না৷ The post নৈনিতালের হোটেলে দম্পতির ঘরে চারপেয়ে ‘অতিথি’ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:29 PM Aug 01, 2016Updated: 01:59 PM Aug 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও হোটেলে ঘর বুক করলে দম্পতিরা মাথায় রাখেন প্রাইভেসি৷ হোটেল কর্তৃপক্ষরাও তা নিয়ে সতর্ক থাকেন৷ কোনওভাবে যাতে দম্পতির প্রাইভেসি নষ্ট না হয় সে ব্যাপারে খেয়াল রাখেন তাঁরা৷ কিন্তু নৈনিতালের এক হোটেল কর্তৃপক্ষ তা বজায় রাখতে ব্যর্থ হলেন৷ কেননা সে হোটেলে এক দম্পতির ঘরে যিনি প্রবেশ করলেন তিনি কারও প্রাইভেসির ধার ধারেন না৷

Advertisement

কে তিনি? আসলে কোনও ব্যক্তি নন, হোটেলের ঘরে ঢুকে পড়েছিল আস্ত এক চিতাবাঘ৷

মিরাটের বাসিন্দা সুমিত রাঠৌর ও তাঁর স্ত্রী শিবানী ছুটি কাটাতে গিয়েছিলেন নৈনিতালে৷ অভিজাত হোটেলের ঘর ভাড়া নিয়েছিলেন তাঁরা৷ কিন্তু হেটেলের ঘরে যা দেখলেন তাতে চক্ষু চড়কগাছ৷ জানলার কাচ ভেঙে নিরুপদ্রব ঘরে যে ঢুকে পড়ল সে আস্ত একটা চিতাবাঘ৷ দেখেই শিরদাঁড়া ধরে বয়ে গিয়েছিল ঠাণ্ডা স্রোত৷ জীবনের শেষ হয়তো ধরেই নিয়েছিলেন দম্পতি৷  চিতাটিকে ওয়াশরুমে ঢুকতে দেখে সুমিতবাবু খানিকটা সাহস সঞ্চয় করে কোনওক্রমে দরজা খোলেন৷ তারপর বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে তক্ষুণি অ্যালার্ম বাজিয়ে দেন৷

নৈনিতালে আগেও এ ধরনের ঘটনা ঘটেছে৷ কিছুদিন আগেই একটি কালোচিতা হোটেলের ঘরে ঢুকে পড়ার উপক্রম করে৷ এবারেও ছবিটা একইরকম৷ মিরাটের দম্পতি প্রাণে বাঁচলেও, এ ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে৷ কেন লোকালয়ে বারবার চিতা ঢুকে পড়ছে, তাও আবার অভিজাত হোটেল চত্বরের মধ্যে, তা নিয়ে চিন্তায় হোটেল মালিকরাও৷ পর্যটকদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন৷ কিন্তু কখন কেন কোন চিতার যে হোটেলের ঘরে ঢোকার মর্জি হয়, তার হদিশ পাচ্ছেন না কেউই৷

The post নৈনিতালের হোটেলে দম্পতির ঘরে চারপেয়ে ‘অতিথি’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement