সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন এলজিবিটিকিউ সম্প্রদায়ের নাগরিকরা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা সেখানে এলজিবিটিকিউ সম্প্রদায়ের কাউকে নমিনি হিসাবেও নথিভুক্ত করাতে পারেন। বুধবার কেন্দ্রের তরফে একটি নির্দেশিকা জারি করে এই বিষয়টি জানানো হয়েছে। একই বয়ানে বিবৃতি জারি করেছে রিজার্ভ ব্যাঙ্কও।
অর্থ মন্ত্রকের তরফে গত ২৮ আগস্ট একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, "কেন্দ্র স্পষ্ট করে জানিয়ে দিতে চায় যে এলজিবিটিকিউ সম্প্রদায়ের কোনও সদস্যের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। সমকামী সম্পর্কে থাকা সঙ্গীকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনিও করতে করা যাবে। এলজিবিটিকিউ সম্প্রদায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কেন্দ্রের তরফে কোনও বাধা বা নিষেধাজ্ঞা নেই।"
[আরও পড়ুন: পোলিও-র বাড়বাড়ন্তে বিপন্ন গাজার শিশুরা, টিকাদানের জন্য ৩ দিনের যুদ্ধবিরতি ‘মৃত্যুপুরী’ তে]
কেন্দ্রেরও আগে অবশ্য এই বিষয়টি নিয়ে নির্দেশিকা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক। দেশের প্রত্যেক ব্যাঙ্ককে আরবিআইয়ের তরফে জানানো হয়, এলজিবিটিকিউ সম্প্রদায়ের সকলকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার অনুমতি দিতে হবে। তবে ২০১৫ সাল থেকেই আরবিআই এই সুযোগের ব্যবস্থা করেছে। অ্যাকাউন্ট খোলার আবেদনপত্রে মহিলা এবং পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের বিকল্প রাখতে নির্দেশ দিয়েছিল আরবিআই।
উল্লেখ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি রূপান্তরকামীদের জন্য প্যান কার্ড তৈরিতেও নতুন নিয়ম শুরু করছে কেন্দ্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে জানানো হয়, প্যান কার্ড তৈরির জন্য প্রয়োজনীয় নথি হিসাবে ব্যবহার করা যাবে রূপান্তরকামীদের পরিচয় শংসাপত্র। প্যান কার্ডে তৃতীয় লিঙ্গের কোনও ‘বিকল্প’ নেই। বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এনে মামলা করেন বিহারের এক রূপান্তরকামী সমাজকর্মী। সেই মামলার প্রেক্ষিতে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত। তাতে বৃহস্পতিবার কেন্দ্র জানিয়েছে, প্যান কার্ড তৈরির বৈধ নথি হিসাবে রূপান্তরকামীদের পরিচয়ের শংসাপত্র ব্যবহারে কোনও নীতিগত আপত্তি নেই।