shono
Advertisement

OMG! পিঠের ব্যথা, মধুমেহও ইন্ধন জোগচ্ছে আত্মহত্যায়!

আত্মঘাতী পিঠের ব্যথা!
Posted: 08:13 PM Jun 12, 2017Updated: 02:40 AM Jun 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :  সারাদিন বসে, ঘাড় গুঁজে একমনে কম্পিউটারে কাজ করে যান? বাড়ি ফিরে পিঠের ব্যথা প্রতিদিনের সঙ্গী? তাহলে একটু ভাববার বিষয় কিন্তু। মানে, একটু ভাবুন এই নিয়ে। কারণ সমীক্ষা বলছে পিঠের ব্যথা বাড়াচ্ছে আত্মহত্যার প্রবণতা। অবশ্য শুধু পিঠের ব্যথাই নয়। মধুমেহ বা ডায়াবেটিস, হার্টের বিভিন্ন রোগও আত্মহত্যায় ইন্ধন জোগাচ্ছে।

Advertisement

[প্রকাশ্যে হেনস্তা মুসলিম মহিলাকে, টেনে খোলা হল হিজাব]

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এইচআইভি বা এইডসের মতো প্রাণঘাতী অসুখের চেয়েও নয় গুন বেশি মানুষ মারা যান আত্মঘাতী হয়ে। ডেট্রয়টের হেনরি ফোর্ড হেল্থ নামের একটি সংস্থার বিজ্ঞানী ব্রিয়ান কে আহমেদানি জানাচ্ছেন, তাঁরা ২৬৭৪ জন ব্যক্তিকে নিয়ে সমীক্ষা চালিয়েছেন। যাঁরা ২০০০ সাল থেকে ২০১৩ সালের মধ্যে আত্মঘাতী হয়েছেন। এদের মধ্যে ৮০ শতাংশই কোনও না কোনও শারীরিক সমস্যার দরুন মানসিক অবসাদে ভুগছিলেন। তা থেকেই জন্ম নিয়েছে আত্মহত্যার প্রবণতা। যেসব শারীরিক সমস্যা আত্মহত্যায় ইন্ধন জোগাচ্ছে, চিকিৎসকরা বলছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হল পিঠের ব্যথা, ডায়াবেটিস, ঘুমের অনিয়ম, মাইগ্রেন।

[অপেক্ষার শেষ, এবার আকাশের রং পালটাবে NASA]

তাই চিকিৎসকদের এখানে পদক্ষেপ করার কথা বলছেন বিজ্ঞানীরা। রোগ সারাবার পাশাপাশি, কাউন্সেলিং করার পরামর্শও দিচ্ছেন তাঁরা। যাতে রোগি মানসিক অবসাদ কাটিয়ে সুস্থ জীবনে ফিরতে পারে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement