সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসাধনী সামগ্রী থেকে সবজি, নিমেষে হাতের নাগালে পেতে Blinkit-এর জুড়ি মেলা ভার। অর্ডারের ১০ মিনিটের মধ্যেই সামগ্রী পৌঁছে যায় ঘরে। তবে এতো রইল নিত্য প্রয়োজনীয় জিনিস। এবার এক বিশেষ পরিষেবা নিয়ে হাজির হল এই ই-কমার্স সংস্থা। এবার ১০ মিনিটেই বাড়ির সামনে হাজির হবে অ্যাম্বুল্যান্স। নেপথ্যে সেই Blinkit।
অ্যাপ ক্যাবের সঙ্গে এখন সকলেই পরিচিত। মূলত শহর ও শহরতলির বাসিন্দারা গন্তব্যে পৌঁছতে ভরসা রাখেন অ্যাপ ক্যাবেই। কিন্তু এক ক্লিকে অ্যাম্বুল্যান্স? নাহ, এহেন পরিষেবা মিলত না এতদিন। ফলে অনেক ক্ষেত্রে মুমুর্ষ রোগীকে হাসপাতালে পৌঁছতে নাজেহাল দশা হত পরিবারের। সেই কথা মাথায় রেখেই এবার অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়ে হাজির হল Blinkit। সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাপে বুকিংয়ের ১০ মিনিটের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে অ্যাম্বুল্যান্স। তবে আপাতত এটা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। বর্তমানে এই সুবিধা মিলছে শুধুমাত্র গুরুগ্রামে। তবে পরবর্তীতে সর্বত্র এই পরিষেবা মিলবে বলেই খবর। সংস্থার তরফে আলবিন্দার ধিন্দসা বলেন, আমজনরতার সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, অ্যাম্বুল্যান্সে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীও থাকবেন।
কীভাবে বুকিং করবেন অ্যাম্বুল্যান্স? সংস্থার তরফে জানানো হয়েছে, Blinkit-এ প্রিন্ট অপশনের পাশেই থাকবে অ্যাম্বুল্যান্সের চিহ্ন। অ্যাপেই দেখা যাবে কটি অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়ার জন্য উপলব্ধ রয়েছে। সেখান থেকেই সরাসরি বুক করা যাবে, ঠিক যেভাবে অর্ডার করা যায় অন্যান্য সামগ্রী।