shono
Advertisement
Elon Musk

বিক্রি হয়ে গেল এলন মাস্কের এক্স, দাম উঠল ৩,৩০০ কোটি ডলার, কিনল কে?

২০২২ সালের শেষে সোশাল মিডিয়া প্লাটফর্ম টুইটার কেনেন মাস্ক।
Published By: Kishore GhoshPosted: 07:56 PM Mar 29, 2025Updated: 07:56 PM Mar 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মধ্যেই দরাদরি, হস্তান্তরও। ২০২২ সালের শেষে সোশাল মিডিয়া প্লাটফর্ম টুইটার কিনেছিলেন এলন মাস্ক। এবার সেই এক্স-কে বিক্রি করে দিলেন ধনকুবের শিল্পপতি। জানা গিয়েছে, ৩,৩০০ কোটি ডলারের বিনিময়ে বিক্রি হয়েছে এক্স। ক্রেতা কে? নিজেরই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা এক্সএআই (xAI)-কে এক্স বিক্রি করলেন মাস্ক। শুক্রবার নিজেই একথা ঘোষণা করেন তিনি।

Advertisement

এই মুহূর্তে এক্সের গ্রাহক সংখ্যা ৬০০ মিলিয়ানেরও বেশি। ঠিক দু'বছর আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা এক্সএআই প্রতিষ্ঠা করেন মাস্ক। সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, এক্স এবং এক্সএআইয়ের একজোট হলে অনন্ত সম্ভাবনার দরজা খুলে যাবে। সমাজমাধ্যমে মাস্ক লিখেছেন, "আজ আমরা আনুষ্ঠানিক ভাবে তথ্য, ব্যবসায়িক কাঠামো, প্রযুক্তিগত পদ্ধতি, পরিষেবা বিতরণ এবং প্রতিভাকে একত্রিত করার পদক্ষেপ নিচ্ছি। এক্স এবং এক্সএআই মিশে গিয়ে নতুন এক প্ল্যাটফর্ম তৈরি হবে, যা মানব সভ্যতার অগ্রগতিকে তরান্বিত করবে"

২০২২ সালে ৪,৪০০ কোটি ডলার খরচ করে টুইটার কিনেছিলেন এলন মাস্ক। এরপর এই প্লাটফর্মটির নাম বদলে রাখেন 'এক্স'। এর ঠিক এক বছর পর এক্সএআইয়ের জন্ম দেন মাস্ক। এর মাধ্যমে ওপেনএআই চ্যাটজিপিটি এবং চিনের ডিপসেকের মতো কৃত্রিম মেধার প্রযুক্তিকে পিছনে ফেলতে চাইছেন তিনি। অর্থিক এবং প্রযুক্তিগত শক্তি বাড়াতেই এবার এক্স কিনে নিল ভবিষ্যত পৃথিবীর অন্যতম শক্তিশালী ব্যবসায়িক সংস্থা এক্সএআই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই মুহূর্তের এক্সের গ্রাহক সংখ্যা ৬০০ মিলিয়ান।
  • ২০২২ সালে ৪,৪০০ কোটি ডলার খরচ করে টুইটার কিনেছিলেন ইলন মাস্ক।
Advertisement