সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ অসুস্থতার অবসান। শুক্রবার রাতে গুরুগ্রামের নামী হাসপাতালে মৃত্যু হল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বলের। বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্যাশন ডিজাইন কাউন্সিলের চেয়ারম্যান সুনীল শেট্টি। গত সপ্তাহে দিল্লিতে ল্যাকমে ফ্যাশন উইকে তাঁর ডিজাইন করা পোশাকে র্যাম্প মাতিয়েছিলেন বলিউডের নামী মডেলরা। হেঁটেছিলেন অনন্যা পাণ্ডেও। সেই অনুষ্ঠানে রোহিত বলকে দেখে অনুরাগীদের মনে হয়েছিল, তিনি অসুস্থ। তাঁর জন্য উদ্বেগও প্রকাশ করেছিলেন। শুক্রবার তাঁদের জন্য দুঃসংবাদ দিল ফ্যাশন ডিজাইন কাউন্সিল।
গত বছরের এই সময় হৃদরোগের সমস্যা নিয়ে রোহিত বল ভর্তি হয়েছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। রাখা হয়েছিল আইসিইউ-তে। পরে অবশ্য কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু কাজকর্ম কিছুটা কমিয়ে দিয়েছিলেন বিখ্যাত এই ফ্যাশন ডিজাইনার। ঘনিষ্ঠ মহলে খবর, রোহিত বল প্রচুর মদ্যপান করতেন। রিহ্যাব সেন্টারেও বেশ খানিকটা সময় কাটিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও অসুস্থতা ক্রমশ বাড়ছিল তাঁর।
শ্রীনগরে জন্ম হয় রোহিত বলের। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ার শুরু ১৯৮৬ সালে। খুব অল্প সময়ের মধ্যেই ফ্যাশন জগতে জনপ্রিয় হন তিনি। বলিউডের বহু সেলিব্রিটি তাঁর ডিজাইন করা পোশাকে র্যাম্পে হেঁটে নজর কেড়েছেন। মাধুরী দীক্ষিতের অন্যতম পছন্দের ডিজাইনার ছিলেন রোহিত বল। বহু সিনেমায় কস্টিউম ডিজাইনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে দেশি-বিদেশি প্রচুর পুরস্কার। কিন্তু এসব কিছু ফেলে অকালেই চলে গেলেন রোহিত বল।