shono
Advertisement
Google

হোমপেজে কালো রিবন, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন গুগলের

গুগলের সার্চবারের ঠিক নিচে রাখা হয়েছে ওই কালো রিবন।
Published By: Gopi Krishna SamantaPosted: 06:39 PM Jun 13, 2025Updated: 07:09 PM Jun 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ গুগলের। ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হোমপেজে কালো রিবন দিয়ে মৃতদের শ্রদ্ধা জানিয়েছে গুগল।

Advertisement

গুগলের সার্চবারের ঠিক নিচে রাখা হয়েছে ওই কালো রিবন। ওই রিবনের ওপর মাউস নিয়ে গেলে একটি লেখা আসছে। যেখানে লেখা রয়েছে, ‘In memory of victims of the tragic plane crash’ আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর বৃহস্পতিবারই দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিশ শাহ। শুক্রবার ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিভিল হাসপাতালে গিয়ে একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে কথা বলেন তিনি। এরই মধ্যে এই দুর্ঘটনা নিয়ে শোকজ্ঞাপন করল গুগল।

বৃহস্পতিবার আহমেদাবাদে টেক অফের ৩০ সেকেন্ড পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি। এয়ার ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, অভিশপ্ত ওই বিমানে সওয়ার ছিলেন ২৪২ জন যাত্রী। এর মধ্যে ১৬৯ জন ভারতীয় ও ৫৩ জন ব্রিটিশ, পর্তুগালের ৭ জন ও কানাডার এক নাগরিক। পাশাপাশি পাইলট ও বিমান সেবিকা মিলে ছিলেন ১২ জন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান আকাশে ওড়ার পরই দ্রুত গতিতে নিচের দিকে নামতে শুরু করে। আছড়ে পড়ে একটি মেডিক্যাল কলেজের হোস্টেলে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জনের মৃত্যু হয়েছে। রহস্যজনকভাবে বেঁচে গিয়েছেন এক যুবক। এদিকে যে হোস্টেলে বিমানটি ভেঙে পড়ে সেখানে থাকা কয়েকজন হবু ডাক্তারের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিমানটি আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে নীচে নামতে শুরু করে। হোস্টেলের ধাক্কা লাগার মুহূর্তেই আগুন লেগে যায় বিমানটিতে। উদ্ধারকারীরা জানিয়েছেন বিস্ফোরণের ফলে ওই এলাকার তাপমাত্রা প্রায় ১০০০ ডিগ্রিতে পৌঁছে যায়। এরই মধ্যে গুগলের মতো আন্তর্জাতিক সংস্থা এই দুর্ঘটনার পর হোমপেজে কালো রিবন দিয়ে শোকপ্রকাশ করল। সাধারণত বড় কোনও প্রাকৃতিক দুর্ঘটনার বা প্রাকৃতিক বিপর্যয় হলেও গুগল এভাবে হোমপেজে শোকজ্ঞাপন করে থাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ গুগলের।
  • ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হোমপেজে কালো রিবন দিয়ে মৃতদের শ্রদ্ধা জানিয়েছে গুগল।
  • গুগলের সার্চবারের ঠিক নিচে রাখা হয়েছে ওই কালো রিবন।
Advertisement