shono
Advertisement

দিতে হবে না লাইন, বাড়িতেই গ্যাসের সঙ্গে লিংক করে নিন আধার! জেনে নিন পদ্ধতি

এই পদ্ধতিতে চেষ্টা করে দেখুন।
Posted: 04:03 PM Dec 24, 2023Updated: 04:03 PM Dec 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের তরফে নির্দেশ গ্যাসের সঙ্গে লিঙ্ক করতে হবে আধার। দুদফায় তাঁর সময়সীমা বাড়ানো হয়েছে। তবে আধার লিংক করাতে গিয়ে প্রবল বিপাকে পড়ছেন গ্রাহকরা। একাধিক জায়গায় দীর্ঘ লাইন। প্রবল চাপের কারণে সার্ভাসে সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু জানেন কি এত লাইনে দাঁড়ানোর ঝক্কি ছাড়াই আপনি গ্যাসের সঙ্গে সংযুক্ত করতে পারবেন আধার?

Advertisement

নিশ্চয়ই ভাবছেন কীভাবে? ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, তাঁদের অ্যাপ IndianOil One-এর মাধ্যমে বাড়িতে বসেই আধার তথ্য যাচাই করতে পারবেন।

১. প্রথমে ফোনে IndianOil One ও Adhar Face Rd অ্যাপ দুটি ডাউনলোড করুন।

২. IndianOil One অ্যাপটি খুলে মাই প্রোফাইল অপশনে ক্লিক করুন।

[আরও পড়ুন: কবে মৃত্যু হবে আপনার? এবার বলে দেবে AI, তৈরি ‘ডেথ ক্যালকুলেটর’!]

৩. এর পর বেছে নিন ইন্ডেন ডিটেলস অপশনটি।

৪. সঙ্গে সঙ্গে পাবেন ReKYC অপশন।

এই অপশনে ক্লিক করার পরই একে একে আধারের তথ্য যাচাই ও বায়োমেট্রিকের কাজ সেরে ফেলতে পারবেন। তবে শুধু মাত্র ইন্ডিয়ান অয়েল নয়, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের গ্রাহকেরাও বাড়িতে বসেই তাঁদের অ্যাপ থেকে আধার সংযোগের কাজ করতে পারবেন। তাহলে আর অপেক্ষা কেন? এভাবেই বাড়িতে বসেই সেরে নিন বায়োমেট্রিকের কাজ।

[আরও পড়ুন: ডেলিভারি দিতে এসে অভব্য আচরণ! ফ্লিপকার্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ক্রেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement