shono
Advertisement

হোলিতে সাদা পাঞ্জাবির কেতাদুরস্ত ফ্যাশন টিপস দিচ্ছেন বলিউড তারকারা

রংবাহারি ক্যানভাসে প্রেমিকার মন জয় করুন।
Posted: 11:37 PM Mar 20, 2024Updated: 11:37 PM Mar 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোল মানেই সাদা পোশাক। আর সেটাই সেদিনের রংবাহারি ক্যানভাস। শৈশবে অনেকেই রং খেলতে যাওয়ার আগে পুরনো পোশাক পরতেন, যাতে রং লেগে নষ্ট হয়ে গেলেও গায়ে না লাগে! কিন্তু এখন কেতাদুরস্ত ফ্যাশনের জমানা। হোলি, বসন্ত উৎসবে সাদা পোশাক মাস্ট! কিন্তু এতেও কনফিউশন! কীভাবে কোনটা ক্যারি করবেন, তাই তো? কুছ পরোয়া নেহি! বলিউড অভিনেতাদের ফ্যাশন ফিরিস্তি থেকেই টিপস নিন।

Advertisement

বলিউডে বর্তমানে সাদা রঙের কদর বেড়েছে। বিশেষ করে অভিনেতাদের ক্ষেত্রে। সাদা পাঞ্জাবিতেই নজর কাড়ছেন রণবীর কাপুর, ভিকি কৌশল, সইফ আলি খানের মতো তারকারা। রামমন্দির উদ্বোধনের সময়েও রণবীর-ভিকিকে দেখা গিয়েছিল সাদা পাঞ্জাবিতে। দোলে শ্বেতশুভ্র রঙেই বাড়ান আকর্ষণ। কীভাবে? রইল টিপস।

সাদা পাঞ্জাবির সঙ্গে রংবাহারি বাঁধনী প্রিন্টের ওড়না নিতে পারেন। তাতে বেশ স্টাইলিশ লুক আসবে। চাইলে ওড়না গলায় জড়িয়ে নিতে পারেন, আবার শুধু গলার দুপাশে ঝুলিয়েও রাখতে পারেন। আর সেটাতেই তো দোলের দিন ‘রাধা’র হৃদয়হরণের ম্যাজিক লুকিয়ে!

[আরও পড়ুন: গায়ত্রী মন্ত্র লেখা পাঞ্জাবি পরে বিয়ে পুলকিতের, রাজস্থানের সাতরঙ্গা লেহেঙ্গায় সাজলেন কৃতী]

পুরো সাদা পাঞ্জাবি পরার বদলে আপনি বুকের কাছে সামান্য কাজও করিয়ে নিতে পারেন। এতে আলাদা একটা লুক আসবে। যদি তা না হয় তাহলে স্টাইলিশ ব্রোচ লাগিয়ে নিন সেখানে। বর্তমানে বিভিন্ন ম্যাটেরিয়ালের ব্রোচ খুব চলছে বাজারে। পুরনো জিন্সের সঙ্গে সাদা কুর্তা পরে নিন। চোখে রোদচশমা। আহা! প্রেমিকার দোরগোড়ায় গিয়ে রং মাখিয়ে প্রেম নিবেদন করলে, চোখ ফেরাতে পারবেন না, কথা দিলাম। মাথায় একটা রংবাহারি কাপড়ের বান্দানাও বাঁধতে পারেন। এতে চুলেরও দফারফা হওয়ার চান্স কম! ব্যস, দোলের দিন সাদা পোশাকেই কেল্লাফতেহ করুন!

[আরও পড়ুন: ত্বকেও আসুক চিরবসন্ত, প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চার একগুচ্ছ দুরন্ত টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement