shono
Advertisement

Breaking News

এই স্মার্টফোনে মিলবে 6 GB RAM

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে লে-ইকো দু’টি সেকেন্ড জেনারেশন স্মার্টফোন প্রকাশ্যে আনল৷ লে ২ ও লে ম্যাক্স ২ মডেল দু’টির বিক্রি শুরু হল ভারতে৷ ফ্লিপকার্ট ও লেমল ডট কম ওয়েবসাইটে মডেল দু’টির বিক্রি শুরু হবে চলতি মাস থেকেই৷ লে ম্যাক্স ২ মডেলটির কথা আলাদা করে বলতেই হয়৷ দেশের বাজারে এই প্রথম ৬ জিবি […] The post এই স্মার্টফোনে মিলবে 6 GB RAM appeared first on Sangbad Pratidin.
Posted: 05:16 PM Jun 09, 2016Updated: 04:35 PM Mar 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে লে-ইকো দু’টি সেকেন্ড জেনারেশন স্মার্টফোন প্রকাশ্যে আনল৷ লে ২ ও লে ম্যাক্স ২ মডেল দু’টির বিক্রি শুরু হল ভারতে৷ ফ্লিপকার্ট ও লেমল ডট কম ওয়েবসাইটে মডেল দু’টির বিক্রি শুরু হবে চলতি মাস থেকেই৷

Advertisement

লে ম্যাক্স ২ মডেলটির কথা আলাদা করে বলতেই হয়৷ দেশের বাজারে এই প্রথম ৬ জিবি র‍্যামের ফোন নিয়ে এল লে-ইকো৷ ৬ জিবি র‍্যামের পাশাপাশি ৬৪ জিবি ইন্টারনাল মেমোরিও রয়েছে এই মডেলে৷ দাম ২৯,৯৯৯ টাকা৷  এই ফোনেরই আরেকটি ভেরিয়েন্ট ৪ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি-সম্পন্ন মডেলটির দাম ২২,৯৯৯ টাকা৷

আরেকটি মডেল লে ২-এর দাম খানিকটা কম, ১১,৯৯৯ টাকা৷ দুটি মডেলেই অ্যান্ড্রয়েডের সর্বশেষ মার্শমেলো আপডেট মিলবে৷ লে ২ মডেলের স্ক্রিন ৫.৫ ইঞ্চির৷ ব্যাটারি ৩০০০ এমএএইচ-এর৷ এ দেশে ফোর-জি এলটিই সাপোর্ট করবে, অন্যান্য দেশে ভো-এলটিই সাপোর্টেড৷

লে ম্যাক্স ২ মডেলে স্ক্রিন ৫.৭ ইঞ্চির৷ রয়েছে সুপার রেটিনা ডিসপ্লে, কুইক চার্জ অপশন ও ২১ এমপি রিয়ার ক্যামেরা৷ এই রেঞ্জের মডেলে যে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজির সুবিধা মিলবে সেটা আলাদা করে বলে দিতে হয় না৷

The post এই স্মার্টফোনে মিলবে 6 GB RAM appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement