সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৌষ মাস আসা মানেই মকর সংক্রান্তির দিন গোনা শুরু। নতুন বছরের প্রথম উৎসবে মূলত প্রথম ফসল রোপণ উপলক্ষে পালিত হয়। সংক্রান্তির দিনটি থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন নামে ফসল রোপণের এই উৎসবে মাতেন মানুষ। মকর সংক্রান্তির (Makar Sankranti) দিনটিতে তাই বিশেষ পুজোও করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করায় সূর্য দেবতার আরাধনা করা হয়। বাংলায় আবার এই দিনে বিভিন্ন ঘরে লক্ষ্মীপুজোও হয়ে থাকে। এবার ১৪ জানুয়ারি শুক্রবার পড়েছে মকর সংক্রান্তি। করোনা আবহে বাড়িতে থেকেই রীতি মেনে পুজোর আয়োজন করতে পারেন। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
১. বাড়িতে পুজো মানেই ঘরের আনাচে-কানাচে পরিষ্কার করা আবশ্যক। বিশেষ করে পুজোর ঘরটি যেন ধুলো-ময়লামুক্ত থাকে, তা নিশ্চিত করুন।
২. সকাল সকাল পরিবারের সদস্যরা গায়ে তেল মেখে স্নান করুন।
৩. লক্ষ্মীপুজো মানে অবশ্যই আলপনা দিতে হবে। ফুলের মালা ও আমপাতা দিয়ে প্রবেশদ্বার সাজান।
৪. সূর্যদেবতার ছবি পুজোর ঘরে কিংবা সিংহাসনে রাখুন।
[আরও পড়ুন: OMG! ২৪ ক্যারেট সোনার তৈরি আইসক্রিম! কোথায় পাওয়া যাচ্ছে? দেখুন ভিডিও]
৫. এই পুজোর জন্য প্রয়োজন হয় ফুল, সুপারি, নারকেল, চাল ধোওয়া জলে গোলা হলুদ, তিল কিংবা গুড় দিয়ে তৈরি মিষ্টি। অনেকে আখও রাখতে বলেন। সূর্য দেবতার পুজোর মন্ত্রোচ্চারণে পুজো করুন।
৬. ঈশ্বরকে ভোগ নিবেদন করে তবেই মুখে জল ও দানা দেবেন। এদিন বাড়িতে নিরামিষ পদ রান্না হলেই ভাল।
৭. এদিন ইচ্ছা থাকলে ব্রাহ্মণভোজন এবং কিছু দান ধ্যানও করতে পারেন।
৮. সন্ধেয় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজান। এতে ঘরে শান্তি বিরাজ করে। সংসারের মঙ্গল হয়।
৯. বাড়ি থেকে কাছেপিঠে বেরলে দুস্থদের চাল-কম্বল দান করুন। বাড়িতে ভিখারী এলেও তাঁকে খালি হাতে ফেরাবেন না।
১০. এই দিন বাড়ির কারও দূরে কোথাও যাত্রা না করাই মঙ্গলের। বেরলেও দিনের শেষে বাড়ি ফিরে একসঙ্গে থাকার চেষ্টাই করুন।