সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেকনোলজিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে চিনা মোবাইল সংস্থা OnePlus৷ গ্রাহকদের উন্নততর স্মার্টফোন উপহার দিতে ইতিমধ্যেই নানা ধরনের গবেষণা শুরু করেছে এই সংস্থা৷ জানা যাচ্ছে, তাদের আগামী পরিবেশনা OnePlus 3T মোবাইল ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮২১ চিপ৷
এর পাশাপাশি, নয়া এই ফোনটিতে থাকছে অত্যাধুনিক সব ফিচারস৷ জানা গিয়েছে, 821 স্ন্যাপড্রাগন প্রসেসরের পাশাপাশি ফোনটিতে থাকবে 6 GB ব়্যাম, এলসিডি প্যানেল এবং অপটিক অ্যামলেড টেকনোলজি৷
OnePlus 3T ফোনটির আত্মপ্রকাশের আগে থেকেই তার ফিচারস সম্পর্কে গ্রাহকদের উত্তেজনা বাড়ছে৷ এখন এই ফোন সরকারিভাবে লঞ্চ হওয়ার পর কী ধামাকা হয়, তাই এখন দেখার অপেক্ষা৷
The post OnePlus-এর নয়া স্মার্টফোনের তথ্য ফাঁস appeared first on Sangbad Pratidin.