সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ হাজার টাকার কম দামের চিনা স্মার্টফোন নিষিদ্ধ হবে ভারতে। সম্প্রতি এ খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। তবে এবার কেন্দ্রের তরফে মিলল একেবারে উলটো আপডেট। জানা গেল, অদূর ভবিষ্যতে এমন কোনও পরিকল্পনা নেই তাদের।
এ খবরকে নিছকই গুজব বলে উড়িয়ে দেন কেন্দ্রের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। জানানো হয়, কোনও বিদেশি ব্র্যান্ডকে নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে না। তবে যাতে বিদেশি কোম্পানিগুলির পাশাপাশি দেশীয় সংস্থাগুলির মোবাইল ফোনের বিক্রিবাটাতে সামঞ্জস্য বজায় থাকে, সেদিকে নজর রাখা হবে। যদি কখনও মনে হয়, বাইরের দেশের ব্র্যান্ডের জন্য ভারতীয় সংস্থার তৈরি স্মার্টফোনে কোণঠাসা হয়ে পড়ছে, তখন অবশ্যই কেন্দ্র হস্তক্ষেপ করবে।
[আরও পড়ুন: ‘সঙ্গমের আগে নিশ্চয়ই কেউ আধার কার্ড দেখবে না’, ধর্ষণের ভুয়ো মামলায় মন্তব্য দিল্লি হাই কোর্টের]
শাওমি, পোকো, রিয়েলমি-সহ বেশ কিছু চিনা সংস্থার ১২ হাজার অথবা ১৫০ ডলারের মধ্যে স্মার্টফোন বিক্রি হয় ভারতের বাজারে। এর মধ্যে অনেক হ্যান্ডসেটই জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু চলতি মাসের গোড়ার দিকেই শোনা গিয়েছিল, এসব সস্তার মোবাইল সেটগুলি বিক্রির উপর জারি হতে চলেছে নিষেধাজ্ঞা। আসলে ১৫ হাজারের নিচে ফোন মানেই অধিকাংশ ক্রেতা চিনা সংস্থার স্মার্টফোনগুলির দিকে ঝোঁকেন। রিপোর্ট বলছে, চলতি বছর জুনে ১২ হাজারের চেয়ে কম দামি ফোন থেকে কেন্দ্রের যে আয় তুলে ধরা হয়েছে, তার মধ্যে ৮০ শতাংশই এসেছে চিনা সংস্থা থেকে। এই প্রবণতাতে ‘লক্ষ্মণ রেখা’ টানতেই নাকি চিনা ফোনের বিক্রি বন্ধের চিন্তাভাবনা ছিল সরকারের।
লাভা, মাইক্রোম্যাক্সের (Micromax) মতো ভারতীয় সংস্থার ফোনের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপের কথা ভাবা হয়েছিল বলেও জানা যায়। কিন্তু আপাতত কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হল, অদূর ভবিষ্যতে এ ধরনের কোনও পরিকল্পনা নেই। অর্থাৎ ১২ হাজার টাকার কম দামের চিনা ফোন কিনতে পারবেন মোবাইলপ্রেমীরা।