সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাজার। মানুষের হাতে টাকাও আসছে। ফলে ভোগ্যপণ্য কেনার ইচ্ছে আর সামর্থ্য দুই-ই বাড়ছে। এমন পরিস্থিতি বাজার ধরতে ফোনের মডেলের দাম কমালো নোকিয়া। মঙ্গলবার থেকেই ভারতের বাজারে কার্যকর হল নতুন দাম।
গত বছর ভারতের বাজারে এসেছিল Nokia 5.3 স্মার্টফোন। দুর্দান্ত সব ফিচার-সহ ফোনটির দাম ছিল ১৫ হাজার টাকারও কম। কিন্তু মহামারীর ধাক্কা লেগেছিল পোনর বাজারেও। ফলে কমেছিল বিক্রিবাটাও। Nokia 5.3 মডেলের দুটি ভার্সন মেলে। আর সেই দুটি মডেলেরই দাম নতুন বছরে ১০০০ টাকা করে কমানো হয়েছে।
[আরও পড়ুন : ফোন বদলাবেন? নতুন বছরেই দুর্দান্ত ফিচার নিয়ে হাজির Mi 10i 5G]
4GB RAM ও 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টসের নোকিয়ার এই ফোনটির দাম ছিল ১৩ হাজার ৯৯৯ টাকা। দাম কমে হল ১২,৯৯৯ টাকা। আর 6GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের ভ্যারিয়ন্টটির দাম ছিল ১৫,৪৯৯ টাকা। সেই মডেলটির এখনকার দাম হল ১৪ হাজার ৪৯৯ টাকা। অনলাইন নোকিয়া স্টোরে নতুন দামেই মিলছে ফোনটি।
কিনবেন নাকি নতুন ফোন? তার আগে Nokia 5.3-এর ফিচার্সগুলোয় চোখ বুলিয়ে নেবেন না?
- রয়েছে 6.55 ইঞ্চির HD+ ডিসপ্লে।
- ডিসপ্লের পিক্সেলস রেজোলিউশন 720X1600 পিক্সেলস।
- কার্ভড গ্লাসের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9।
- octa-core Qualcomm Snapdragon 665 প্রসেসর রয়েছে।
- 4GB/6GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ অপশন রয়েছে। স্টোরেজ 512GB অবধি বাড়ানো যাবে।
- অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10।
- কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। 13MP প্রাইমারি সেন্সরের ক্যামেরা রয়েছে।
- 5MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP ডেপথ সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে।
- 8MP সেলফি শ্যুটার দেওয়া হয়েছে।
- 4000mAh ব্যাটারিতে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।