shono
Advertisement

আরও সস্তা Jio Fiber-এর ব্রডব্যান্ড কানেকশন, সঙ্গে বিনামূল্যে এই আকর্ষণীয় পরিষেবা

টাটা প্লে'র সঙ্গে অফারের টক্কর জিও ফাইবারের।
Posted: 09:22 PM Feb 26, 2022Updated: 09:31 PM Feb 26, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকতেই হবে প্রতিযোগিতায়। এবার তাই ব্রডব্যান্ড পরিষেবাতে (Broadband Connection) নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারাতে জলের দরে ইন্টারনেট (Internet) পরিষেবা নিয়ে হাজির জিও ফাইবার (Jio Fiber)।

Advertisement

দেশজুড়ে ইন্টারনেট পরিষেবার চাহিদা বাড়ছে প্রতিদিন। একটা কারণ অবশ্যই মহামারী। যার ফলে বেড়েছে ওয়ার্ক ফ্রম হোম। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অনলাইনই হয়ে উঠছে সুবিধাজনক কর্মপদ্ধতি। সেকারণেই ক্রমশ জনপ্রিয় হচ্ছে ফাইবার টু দ্য হোম (FTTH)। যা অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে গ্রাহকের বাড়িতে পৌঁছে দিচ্ছে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা।

[আরও পড়ুন: মানসিক চাপ দূর করতে আদর্শ এই তিনটি অ্যাপ, ডাউনলোড করুন এখনই]

ফাইবার টু দ্য হোম কানেকশনের ক্ষেত্রে মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানির সঙ্গে জোর টক্কর চলছে টাটা প্লে’র (Tata Play)। দেশের অধিকাংশ বড় শহরে রয়েছে জিও ফাইবার ও টাটা প্লে’র FTTH কানেকশন। গ্রাহকের মন জিততে ইন্টারনেট পরিষেবার পাশাপাশি আকর্ষণীয় অতিরিক্ত সুবিধাও দিচ্ছে দুই কোম্পানি। যার অন্যতম বিনামূল্যে বিভিন্ন ওটিটি (OTT) প্লাটফর্মের সাবস্ক্রিপশন। তবে মূল বিষয় অর্থাৎ সস্তায় ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী টাটা প্লে’কে হারানোর ব্যাপারে অনেকটাই এগিয়ে জিও ফাইবার। দুই কোম্পানির কানেকশনের খরচ জানলেই বিষয়টা বোঝা যাবে।

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘে কূটনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান, ভারতের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়া]

মাসিক ৮৫০ টাকায় যখন গ্রাহকদের ৫০ Mbps কানেকশন দিচ্ছে টাটা প্লে, মাসিক ৩৯৯ টাকায় প্ল্যানে ৩০ Mbps ইন্টারনেট ডাউনলোড করা যাবে জিও ফাইবারে। এছাড়াও এই কোম্পানি দিচ্ছে সর্বোচ্চ ৩.৩ TB ডেটা ব্যবহারের সুযোগ। দীর্ঘমেয়াদী রিচার্জ করলে টাটা প্লে’র প্ল্যানের দাম হবে মাসে ৫০০ টাকা। আর ১৩ মাসের রিচার্জে খরচ পড়বে ৬,০০০ টাকা। অন্য দিকে  মুকেশের কোম্পানির সংযোগ নিলে মাসিক ৯৯৯ টাকায় রিচার্জে মিলবে ১৫০ Mbps স্পিড। আরও আছে। এই প্ল্যান নিলে গ্রাহক পাবেন ১,০০০ টাকা মূল্যের মোট ১৪ টি ওটিটি সাবস্ক্রিপশন। গোটাটাই মিলবে বিনামূল্যে। বিশেষ অফার আছে টাটা প্লে’র গ্রাহকদের জন্যও। এক্ষেত্রে ৪৯৯ টাকা প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে ১২টি বিনোদনমূলক অ্যাপের সাবস্ক্রিপশন।

বোঝাই যাচ্ছে আকর্ষণীয় অফারের ক্ষেত্রে এগিয়ে রয়েছে জিও ফাইবার। স্বল্প সময় ও দীর্ঘমেয়াদি সাবস্ক্রিপশন উভয় ক্ষেত্রেই অন্য কোম্পানিগুলিকে পিছনে ফেলে দিয়েছে মুকেশের সংস্থা। তবে সস্তার পরিষেবা মানেই উন্নত পরিষেবা, এমনটা নাও হতে পারে। তা বুঝে নিতে হবে গ্রাহককেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement