সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার শেষ হতে চলেছে ফোনপ্রেমীদের অপেক্ষা। মার্চেই বাজারে আসতে পারে ওয়ান প্লাস ৯ (One Plus 9)। তার আগে সেই ফোনের একাধিক ফিচার সামনে এল। যদিও সংস্থার তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। স্পষ্ট করা হয়নি ফোনের দামও।
Advertisement
গত কয়েক মাস ধরেই ফোনপ্রেমীরা সাগ্রহে অপেক্ষা করছেন ওয়ান প্লাসের এই সিরিজের নয়া মডেলের জন্য। তবে লঞ্চ হওয়ার আগে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছিল ফোন প্রস্তুতকারী সংস্থা। কিন্তু শেষরক্ষা হল না। ফোনটির বেশকিছু ফিচার এদিন প্রকাশ্যে চলে এল। দেখে নেওয়া যাক ফিচারগুলি।
[আরও পড়ুন : শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য নয়া অ্যাপ রেলের, জানা যাবে ট্রেনের সময়সূচি]
- অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১০। যা রান করবে অক্সিজেন ও এস ১০.০ এর সঙ্গে
- ৬.৬৫ ইঞ্চির একটি ফুলএইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে
- রেজলিউশন ১৪৪০*৩১২০
- পিপিআই ডেনসিটি হল ৫১৫
- প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্নাপড্রাগন ৮৫৫ প্লাস। যা ৭ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা অক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো ৬৪০।
- পিছনের প্রাইমারি ক্যামেরাটি হল ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগা পিক্সেলের ম্যাক্রো সেনসর ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল একটি ডেপথ সেনসর ক্যামেরা
- ১৬ মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা
- ফোনটিতে থাকছে ২জি, ৩জি, ৪জি, ৫জি এবং ওয়াইফাই এর সাপোর্ট
- ফোনটিতে থাকছে ৩.৫, এমএম জ্যাক, একটি অডিও জ্যাক এবং একটি লাউডস্পিকার
- ফোনটিতে থাকছে ৪০০ মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং ২০ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার
তবে এই ফোনেটির দাম কত হবে, সে সম্পর্কে কোনও তথ্য মেলেনি। টেকস্যাভিদের ধারণা, ওয়ান প্লাস নাইনের দাম হতে পারে প্রায় ৬০ হাজার টাকা।