shono
Advertisement

Breaking News

Spotify

Spotify-তে পর্ন ভিডিও! শোরগোল পড়তেই কী সাফাই সংস্থার?

ব্যাপারটা ঠিক কী?
Published By: Tiyasha SarkarPosted: 02:53 PM Dec 31, 2024Updated: 02:53 PM Dec 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Spotify-তে পর্ন ভিডিও! হ্যাঁ, অবাক লাগলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক অভিযোগ। অ্যাপে এক গায়িকার নাম সার্চ করতেই মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে একাধিক অপশন। তার মধ্যেই ছিল পর্ন ভিডিও! বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

ট্রেনে, বাসে, কাজের ফাঁকে, সকলেই কমবেশি Spotify ব্যবহার করেন। অভিযোগওকারী অ্যাপ খুলে সার্চ করেছিলেন, ব়্যাপার MIA। ব্য়াস, এতেই বিপত্তি। এরপরই নাকি তার অ্যাপে একাধিক সাজেশনের পাশাপাশি ভিডিও সেকশনে ভেসে ও পর্ন ভিডিও-ও। স্বাভাবিকভাবেই বিষয়টি ওই ব্যবহারকারী সোশাল মিডিয়ায় জানান। এরপরই জানা গিয়েছে, এই ঘটনা প্রথম নয়। এর আগেও এধরনের ভিডিও স্পটিফাইয়ে আপলোড করা হয়েছে। আপত্তিকর অডিও ক্লিপও আপলোড হয়েছে। যদিও, নেপথ্যে কারা তা জানা যায়নি। প্রতিক্ষেত্রে ইউজার নেম দিয়ে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলেই খবর।

যদিও এই প্ল্য়াটফর্মে আপলোডের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে। যৌনতা সংক্রান্ত কোনও কিছু আপলোড করা যায় না। এখানেই শেষ নয়, যা ধর্ষণ বা এই ধরণের নৃশংসতাকে সমর্থন করে সেই ধরণের ভিডিও বা অডিওও আপলোড নিয়ম বহির্ভূত। তবে এ প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেনি সংস্থা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • Spotify-তে পর্ন ভিডিও! হ্যাঁ, অবাক লাগলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক অভিযোগ।
  • অ্যাপে এক গায়িকার নাম সার্চ করতেই মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে একাধিক অপশন। তার মধ্যেই ছিল পর্ন ভিডিও!
  • বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
Advertisement