মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: কলকাতার ইকো পার্কের (Eco Park Kolkata) আদলে এবার এক টুকরো সবুজের সমারোহে হাওড়ার উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরে রায়বাঘিনী রানি ভবশংকরী স্মৃতি পর্যটন কেন্দ্রে তৈরি হচ্ছে ইকো পার্ক। মোট ১ লক্ষ কুড়ি হাজার বর্গফুট আয়তনের এই ইকো পার্কে কয়েক হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি পার্কের ভিতর বিভিন্ন ধরনের ৭০০ গাছের চারা লাগানো হয়। ধাপে ধাপে আরও গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, উদয়নারায়ণপুরের গড় ভবানীপুর রানি ভবশংকরী স্মৃতিধন্য এলাকায় বছর ছ’য়েক ধরে চলছে একটি পর্যটন কেন্দ্র তৈরির কাজ। সেখানে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে ওয়াচ টাওয়ার, অডিটোরিয়াম, সুদৃশ্য তোরণ। সেখানে রাজপরিবারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক দু’টি মন্দির রয়েছে। রয়েছে রাজ পরিবারের দু’টি পুকুর। সেই মন্দিরকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তুলছে উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন। সেখানেই এই ইকো পার্কটি গড়ে তোলা হচ্ছে।
[আরও পড়ুন: পর্যটকদের জন্য সুখবর! ফের চালু হচ্ছে হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস]
সম্প্রতি ইকো পার্কে গাছের চারা লাগানোর সূচনা করেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, বিডিও প্রবীরকুমার শীট, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুখেনচন্দ্র চন্দ্র প্রমুখ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইকো পার্কে থাকছে প্রজাপতি উদ্যান, অর্কিডের বাগান, রঙিন মাছের জলাধার, নার্সারি-সহ আরও অনেক কিছু। লাগানো হচ্ছে দেশ ও বিদেশের নারকেল গাছ, বিভিন্ন ফুলগাছ, একাধিক ফলের গাছ, বৃক্ষজাতীয় মহুয়া, পলাশ-সহ বিভিন্ন প্রজাতির গাছ। থাকছে ওষধি গাছের উদ্যানও।
এককথায় নতুন এই পার্ক হতে চলেছে সবুজের সমারোহ। ইকো পার্কের ভিতরে গড়ে তোলা হবে ক্যাফেটেরিয়া, গেস্ট হাউস, ইকো কটেজ, সুদৃশ্য ঝিল, সংগ্রহশালা, শিশুদের পার্ক, বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য আড্ডাখানা। এনিয়ে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন, ‘‘উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হতে চলেছে।’’