shono
Advertisement

Breaking News

Reliance Jio-র সব পরিষেবা বিনামূল্যে মিলবে ৩১ মার্চের পরেও!

এয়ারটেল-ভোডাফোনের সঙ্গে টক্করই কি কারণ? The post Reliance Jio-র সব পরিষেবা বিনামূল্যে মিলবে ৩১ মার্চের পরেও! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:09 PM Dec 10, 2016Updated: 03:39 PM Dec 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও গ্রাহকদের ফের সুখবর শোনাতে পারে রিলায়েন্স জিও ইনফোকম৷ সূত্রের খবর, আগামী বছরের ৩১ মার্চের পরেও জিও ফ্রি সার্ভিস চালু থাকতে পারে৷ ফ্রি ফোর-জি ইন্টারনেট, ফ্রি রিচ ভয়েস কল-সহ যাবতীয় সুযোগ সুবিধার মেয়াদই আরও বাড়াতে পারে মুকেশ আম্বানির সংস্থা৷

Advertisement

টেলিকম অ্যানালিস্ট রাজীব শর্মাকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম শুক্রবার এই খবর জানিয়েছে৷ রাজীব শর্মা বলেছেন, “২০১৭-র ৩১ মার্চের পরেও জিও তাদের সমস্ত ফ্রি পরিষেবা চালু রাখতে পারে৷” ৩১ মার্চের পর আরও ২ মাস থেকে শুরু করে ২০১৭-র ডিসেম্বর পর্যন্ত সমস্ত ফ্রি অফার চালু থাকতে পারে৷

ইতিমধ্যেই ভোডাফোন ও এয়ারটেল দেশের বাজারে গ্রাহকদের আনলিমিটেড ফ্রি ভয়েস কল পরিষেবা দিতে শুরু করেছে৷ ফোর-জি হ্যান্ডসেট ইউজারদের জন্য ভোডাফোন নিয়ে এসেছে ১৪৪ ও ৩৪৪ টাকার দুটি রিচার্জ অপশন, যেখানে গ্রাহকরা ২৮ দিন আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন৷ সঙ্গে পাবেন এক জিবি করে ডেটাও৷ প্রায় ২০০ মিলিয়ন প্রি-পেড গ্রাহকদের জন্য এই অফার লঞ্চ করেছে ভোডাফোন৷

প্রায় একই অফার এয়ারটেল নিয়ে এসেছে ৩৪৫ টাকার রিচার্জে৷ এই অফারে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল তো মিলবেই, সঙ্গে পাওয়া যাবে ১ জিবি ফোর-জি ডেটাও৷ অফারটির মেয়াদ ২৮ দিন পর্যন্ত৷ এয়ারটেলের সঙ্গে আইডিয়াও ফ্রি ভয়েস কল অফার বাজারে এনেছে৷ পিছিয়ে নেই এয়ারসেলও৷

দেশের শীর্ষ তিনটি টেলিকম সংস্থা ফ্রি ভয়েস কল, ডেটা প্যাক লঞ্চ করায় প্রতিযোগিতায় খানিকটা পিছিয়ে পড়ে জিও৷ কারণ দু’টি৷ প্রথমত, জিও বাজারে নতুন৷ ইউজাররা এখনও জিও পরিষেবার প্রতি পুরোপুরি ভরসা করতে শুরু করেননি৷ দ্বিতীয়ত, দেশের শীর্ষস্থানীয় সমস্ত ফোর-জি হ্যান্ডসেট নির্মাতার সঙ্গে জিও-র চুক্তি এখনও চূড়ান্ত হয়নি৷ এই দু’টি বিষয়ে ঢের এগিয়ে রয়েছে ভোডাফোন, এয়ারটেল৷

বিশেষজ্ঞদের অনুমান, ফ্রি ভয়েস কল ও ডেটার লোভে এয়ারটেল ও ভোডাফোন গ্রাহকরা জিও-র দিকে ঝুঁকেছেন৷ ওই গ্রাহকদের ধরে রাখতে ফ্রি সার্ভিস অফারের মেয়ার বাড়ানো ছাড়া মুকেশ আম্বানির হাতে আর খুব বেশি বিকল্প নেই৷ তাই মার্চের পরেও জিও-র ‘হ্যাপি নিউ ইয়ার অফার প্ল্যান’-এর মেয়াদ বাড়ানোর কথা চিন্তা-ভাবনা করছে৷

পয়লা ডিসেম্বর জিও গ্রাহকদের জন্য ওয়েলকাম অফারের সময়সীমা এবছরের ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত চালু রাখার কথা ঘোষণা করেন মুকেশ আম্বানি৷ পুরনো ঘোষণা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর জিও ফ্রি সার্ভিস শেষ হওয়ার কথা ছিল।

The post Reliance Jio-র সব পরিষেবা বিনামূল্যে মিলবে ৩১ মার্চের পরেও! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement