shono
Advertisement

Breaking News

iPhone

পেগাট্রনের সঙ্গে চুক্তি টাটার! এবার ভারতের বাজারে বাড়বে আইফোন উৎপাদন

কর্ণাটকে টাটাদের আইফোন তৈরির প্ল্যান্ট রয়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 07:15 PM Nov 18, 2024Updated: 07:15 PM Nov 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেগাট্রনের সঙ্গে চুক্তি টাটার! ফলে ভারতের বুকে বাড়তে চলেছে আইফোন উৎপাদন। তাইওয়ানের চুক্তিভিত্তিক সংস্থা পেগাট্রনের ভারতে থাকা একমাত্র আইফোন তৈরির কারখানার ৬০ শতাংশ অংশীদারিত্ব কিনতে চলেছে টাটা ইলেকট্রনিক্স। দুই সংস্থার মেলবন্ধনে উৎপাদনের পাশাপাশি চাহিদাও বাড়বে বলেই আশাবাদী সংস্থা। 

Advertisement

চলতি বছরের শুরুর দিকে জানা গিয়েছিল, পেগাট্রন ভারতে থাকা তাঁদের একমাত্র আইফোন কারখানাটির অংশীদারিত্ব বিক্রির চিন্তা ভাবনা করছে। সেই সময়ই উঠে এসেছিল টাটা ইলেকট্রনিক্সের নাম। শুক্রবার তামিলনাড়ুতে ঘরোয়াভাবে ঘোষিত হল পেগাট্রন ও টাটার চুক্তির কথা। জানা গিয়েছে, সংস্থার ৬০ শতাংশ অংশীদারিত্ব যেতে চলেছে টাটার হাতে। পরবর্তীতে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার অনুমোদনের জন্য আবেদন করবে দুই সংস্থা। পেগাট্রনের এই কারখানা হাতে পেলে এটি ভারতে টাটা গোষ্ঠীর তৃতীয় আইফোন তৈরির কারখানা হবে। যার ফলে স্বাভাবিকভাবেই ভারতে আইফোন উৎপাদন বাড়বে। বাড়বে বিশ্বে ভারত থেকে আইফোন সরবরাহের পরিমাণও। আগে যা ছিল ১২ থেকে ১৪ শতাংশ, তা বেড়ে হলে ২০-২৫ শতাংশ। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে টাটা। 

প্রসঙ্গত, ইতিমধ্যেই কর্ণাটকে টাটাদের আইফোন তৈরির প্ল্যান্ট রয়েছে। এটি গতবছর তাইওয়ানের উইসট্রন থেকে নেওয়া। এছাড়াও তামিলনাড়ুর হোসুরেও আইফোন অ্যাসেম্বলি প্ল্যান রয়েছে টাটার। চলতি সেপ্টেম্বরে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের বুকে বাড়তে চলেছে আইফোন উৎপাদন।
  • দেশে থাকা তাইওয়ানের চুক্তিভিত্তিক সংস্থা পেগাট্রনের একমাত্র আইফোন তৈরির কারখানার ৬০ শতাংশ অংশীদারিত্ব কিনতে চলেছে টাটা ইলেকট্রনিক্স।
  • দুই সংস্থার মেলবন্ধনে উৎপাদনের পাশাপাশি চাহিদাও বাড়বে বলেই আশাবাদী সংস্থা। 
Advertisement