shono
Advertisement

এখনও আধারের সঙ্গে লিংক করেননি PF? নাও মিলতে পারে টাকা, চটপট জেনে নিন সংযুক্তিকরণের পদ্ধতি

আবেদনের শেষ তারিখ কবে?
Posted: 04:06 PM Aug 09, 2021Updated: 09:08 PM Aug 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএফ (PF) অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করিয়েছেন? না করে থাকলে এখুনি তা সেরে ফেলুন। নাহলে নাও মিলতে পারে আপনার প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত টাকা। কিন্তু আধার-পিএফ সংযুক্ত করবেন কীভাবে? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

অনলাইন ও অফলাইন দু’ভাবেই আধার ও পিএফ লিংক করতে পারবেন। অনলাইনের ক্ষেত্র প্রথমে আপনাকে যেতে হবে EPFO এর ওয়েবসাইটে (https://unifiedportal mem.epfindia.gov.in)। এরপর নিজের UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ম্যানেজ সেকশনে গিয়ে বেছে নিন কেওয়াইসি অপশন। এরপরই আধারের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট লিংকের জন্য বেশ কিছু তথ্য পাওয়া যাবে। সেখানে আধার নম্বর ও আধার কার্ডে দেওয়া নাম লিখে Service অপশন বেছে নিন। সমস্ত তথ্য দেওয়ার পর UIDAI থেকে আপনার আধার যাচাই করা হবে। কেওয়াইসি যাচাইয়ের পরই আপনার আধার পিএফ লিংক হয়ে যাবে।

[আরও পড়ুন: সিন্ধিয়ার পর কংগ্রেস ছাড়ার পথে Sachin Pilot! রাজস্থানের BJP প্রধানের বক্তব্যে তুঙ্গে জল্পনা]

অফলাইনে কীভাবে আবেদন করবেন? প্রথমে ফিলআপ করুন “Aadhaar Seeding Application”। সেখানে দিতে হবে আধারের সমস্ত তথ্য ও UAN নম্বর। আবেদন পত্রের সঙ্গে দিতে হবে UAN, প্যান ও আধারের কপি। তাতে অবশ্যই সেল্ফ অ্যাটাস্টেট করতে হবে। এই নথি জমা দিতে হবে ফিল্ড অফিসের আধিকারিকের কাছে। ভেরিফিকেশনে সব ঠিক থাকলেই লিংক হয়ে যাবে আধার-পিএফ। মনে রাখবেন এই সংযুক্তিকরণের শেষ তারিখ ১ সেপ্টেম্বর। তাহলে আর দেরি নয়। এখুন আবেদন করুন আপনিও।

[আরও পড়ুন: ত্রিপুরায় TMC’র উপর হামলার প্রতিবাদ, পোস্টার হাতে সংসদের বাইরে বিক্ষোভে দলের সাংসদরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement