সুমিত বিশ্বাস, পুরুলিয়া: প্রকৃতির মাঝে থেকে প্রকৃতির চিত্র। অযোধ্যা পাহাড়ের (Ayodhya Hill) খোলা ক্যানভাস নিজেদের নানারকম চিত্রশিল্প দিয়ে রাঙিয়ে তুললেন ২২ জন শিল্পী। ১২০ ফুট সাদা ক্যানভাস (Canvas) ভরে উঠল প্রকৃতির নানা চিত্রিত রূপে। সম্প্রতি পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের টুরগায় চিত্রাঙ্কনের এই কর্মযজ্ঞ আয়োজন করে পুরুলিয়ার (Purulia)একটি সংস্থা। ট্র্যাডিশনাল পেন্টিং নিয়ে ওই শিল্পকলা প্রদর্শন হয়।
শহর পুরুলিয়ার কেতিকার ওই সংস্থার তরফে গত বছরও এমন চিত্রশিল্পের (Painting) কর্মসূচি নিয়েছিল। তবে সেটি ছিল দেওয়াল জুড়ে। এই শিল্পকর্মে শুধু পুরুলিয়ার শিল্পীরা নন। কলকাতা ও শহরতলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বর্ধমান, আসানসোল থেকে শিল্পীরা (Artists) এসে ওই ক্যানভাস রাঙিয়ে তোলেন। আর অযোধ্যা পাহাড়ের প্রকৃতির সঙ্গে মানুষের এই সৃষ্টি যেন মিলেমিশে একাকার হয়ে গেল। আয়োজক সংস্থার তরফে শিল্পী তথা সিবিএসসি বোর্ডের শিক্ষক ভাস্কর ঘোষ বলেন, “অযোধ্যা পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে এমন কর্মসূচি নিতে পেরে খুবই ভালো লাগছে। বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছিলেন। আমাদের এই শিল্পকলা প্রদর্শনে স্থানীয় মানুষজনের ভীষণই সহযোগিতা পেয়েছি।”
[আরও পড়ুন: সংসদ হামলা: আলোচনা চাইতেই ‘গণ সাসপেনশন’, লোকসভা থেকে বিতাড়িত তৃণমূলের নয়-সহ ৩১]
ট্র্যাডিশনাল পেন্টিংয়ে মানুষের জীবনযাত্রা, সমাজ জীবনের সুখ-দুঃখ, লোকশিল্প, পাখি, বন্যপ্রাণ, ফুল এই সব ফুটিয়ে তোলেন শিল্পীরা। কলকাতার শিল্পী শম্ভু চক্রবর্তীর কথায়, “প্রকৃতির মাঝে এভাবে নিজের শিল্পকলাকে ফুটিয়ে তোলার এই সুযোগ আগে আসেনি। অতীতে বহু গ্রামে এমন কাজ করেছি। কিন্তু এখানে একপাশে পাহাড়, ঝর্ণা। তার মাঝে নিজের মতো করে অঙ্কনের কাজ। এ এক আলাদা অভিজ্ঞতা। কংক্রিটের জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসে প্রকৃতির মধ্যে যেন ওই শিল্পকলা আরও সমৃদ্ধ হল। এক বুক নিঃশ্বাস নিয়ে ওখান থেকে ফিরে এসেছি।”
দেখুন ভিডিও: