সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গোপন কথাটি রবে না গোপনে।’ প্রযুক্তির বাড়বাড়ন্তে এখন গোপন কথা গোপনে রাখা সত্যিই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে সেই প্রযুক্তিই আবার এই শতকে রবীন্দ্রনাথ ঠাকুরের এ উক্তির উলটো কাজটিও করতে শিখিয়ে দিয়েছে। কীভাবে আপনার একান্ত গোপন কথোপকথন লোকচক্ষু থেকে দূরে রাখবেন, সেই উপায়ও বাতলে দিয়েছে প্রযুক্তি। এবার একটু খোলসা করে বলা যাক। ধরুন, হোয়াটসঅ্যাপে প্রিয় মানুষটির সঙ্গে সারাদিনে বহু চ্যাট করছেন। কিন্তু সব চ্যাট হোয়াটসঅ্যাপে রেখে দেওয়া সম্ভব নয়। অন্যের হাতে মোবাইলটি পড়লে আর রক্ষে থাকবে না। তাহলে উপায়? নো টেনশন। এবার গুগল ড্রাইভে আপনার চ্যাট ও মিডিয়া সুরক্ষিত থাকবে সারাজীবন। হোয়াটসঅ্যাপই আপনাকে সাতদিন অন্তর অথবা প্রতি মাসে ক্লাউডে ডেটা রাখার অপশন দেবে। আপনার ইচ্ছা বা প্রয়োজন মতো ডেটা রেখে দিলেই কেল্লাফতে।
[আগামী বছরই 5G স্মার্টফোন বাজারে আনছে ওয়ান প্লাস]
তবে গুগল ড্রাইভে ডেটা সংরক্ষণের প্রক্রিয়াটি মোবাইলের ওয়াই-ফাই অন করেই করা বুদ্ধিমানের কাজ হবে। বলতেই পারেন, গুগল ড্রাইভে আপনার ডেটা সুরক্ষিত রাখার কোনও প্রয়োজনই নেই। কিন্তু ভেবে দেখুন, ক্লাউডে সব সেভ থাকলে যদি কোনওভাবে আপনার ফোনটি হারায় কিংবা ফোন বদলান, সেক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে না।
যাঁরা এখনও জানেন না কীভাবে গুগল ড্রাইভে ডেটা ও চ্যাট সেভ করতে হয়, তাঁরা চটপট জেনে নিন।
১. প্রথমেই আপনার হোয়াটসঅ্যাপটি আপডেট করে নিন।
২. দেখে নিন আপনার মোবাইলে গুগল ড্রাইভটি অ্যাকটিভ কিনা।
৩. এবার হোয়াটসঅ্যাপ খুলে মেনুতে যান।
৪. সেখান থেকে Settings অপশনে ক্লিক করুন।
৫. এবার চ্যাটস সিলেক্ট করুন।
৬. এরপর চ্যাট ব্যাকআপ অপশনটি বেছে নিন।
[ফের ধামাকা, এবার মেয়াদ ফুরোলেও মিলবে খরচ না হওয়া ডেটা]
৭. ব্যাক আপ টু গুগল ড্রাইভ অপশনটি সেখানেই পাবেন। ক্লিক করুন।
৮. এবার কতদিন অন্তর ব্যাক আপ করতে চান সেটি বেছে নিন।
৯. যে গুগল অ্যাকাউন্টে চ্যাট হিস্ট্রি সুরক্ষিত রাখতে চান, সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিন।
১০. ব্যস, যে সময় ব্যবধান আপনি বেছে নিয়েছেন, সেই অনুযায়ী নিজের মতো করেই ডেটা সেভ হয়ে যাবে অ্যাকাউন্টে।
The post এই সহজ উপায়ে গুগল ড্রাইভে আজীবন সুরক্ষিত রাখুন হোয়াটসঅ্যাপ চ্যাট appeared first on Sangbad Pratidin.