shono
Advertisement

Breaking News

WhatsApp

এবার হোয়াসটঅ্যাপেও বিজ্ঞাপনের ফাঁদ! ব্যাপারটা কী?

কী জানাচ্ছে সংস্থা?
Published By: Tiyasha SarkarPosted: 09:40 PM Jul 06, 2025Updated: 09:40 PM Jul 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ প্রায় সব অ্যাপেই বিজ্ঞাপনের ছড়াছড়ি। ফলে ব্যবহার করতে গিয়ে রীতিমতো বিরক্ত হন ইউজাররা। এতদিন এসব থেকে দূরে ছিল হোয়াটসঅ্যাপ। নির্ঝঞ্চাট এই অ্যাপেও এবার বিজ্ঞাপনের ফাঁদ! ব্যাপারটা ঠিক কী?

Advertisement

জুকারবার্গের সংস্থাসূত্রে খবর, এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময়ও পোহাতে হবে বিজ্ঞাপনের ঝক্কি। অর্থাৎ এই অ্যাপেও দেখতে হবে বিজ্ঞাপন। ঠিক কী জানা যাচ্ছে? এবার থেকে হোয়াটসঅ্যাপেও ভেসে উঠবে বিজ্ঞাপন। ভাবছেন তো কোথায় দেখা যাবে বিজ্ঞাপন? চ্যাট বা কলিংয়ের মাঝে নয় তো? নাহ, তা নয়। বিজ্ঞাপন দেখানো হবে স্টেটাস সেকশনে। অর্থাৎ আপনি কারও স্টেটাস দেখার সময় দেখতে হবে বিজ্ঞাপনও। তবে কবে থেকে এই বিজ্ঞাপন শুরু হবে তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, ব্যবহারকারীদের কথা ভেবে নিত্যনতুন ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা করে সংস্থা। সম্প্রতি ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। কীভাবে কাজ করে এই ফিচার? প্রথমে নিজের হোয়াটসঅ্যাপটি আপডেট করুন। সেটিংসে পেয়ে যাবেন ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’অপশন। সেটি অন করলেই গ্রুপ বা ব্যাক্তিগত চ্যাট আর এক্সপোর্ট করতে পারবেন না কেউ। তবে এতে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। স্বাভাবিক নিয়মেই স্ক্রিনশট নেওয়া যাবে। তবে ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচারের সুবিধা পেতে দুই ব্যবহারকারীরই হোয়াটসঅ্যাপে লেটেস্ট ভার্সন থাকতে হবে। অর্থাৎ চাইলেই আর চ্যাট এক্সপোর্ট করে কাউকে পাঠানো যাবে না। শুধু এটিই নয়, সম্প্রতি আরও কয়েকটি আকর্ষণীয় ফিচার যুক্ত হয়েছে এই অ্যাপে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার হোয়াসটঅ্যাপেও বিজ্ঞাপনের ফাঁদ!
  • বিজ্ঞাপন দেখানো হবে স্টেটাস সেকশনে।
Advertisement