shono
Advertisement

Breaking News

ঋষি-নীতুর বিয়ের স্মৃতি ফেরাবেন রণবীর কাপুর , পৈতৃক বাড়িতে আলিয়ার সঙ্গে মালাবদল

চলতি মাসেই বিয়ে করছেন এই তারকা জুটি।
Posted: 06:28 PM Apr 02, 2022Updated: 06:37 PM Apr 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিল মাসেই বিয়ে করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডে কান পাতলেই এই খবর এখন সবার মুখে মুখে। তবে নতুন খবর হল, কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয় কিংবা কোনও পাঁচতারা হোটেলেও নয়। রণবীরের বিয়ের আসর বসবে ‘আর কে’ হাউসেই। ঋষি কাপুর ও নীতু কাপুরের মতো পৈতৃক বাড়িতেই বিয়ে করবেন রণবীর ও আলিয়া (Ranbir Kapoor and Alia Bhatt Wedding)।

Advertisement

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই বিয়ের শপিং শুরু করে ফেলেছেন রণবীর কাপুরের মা নিতু কাপুর। শোনা যাচ্ছে, আলিয়া ও রণবীর ও আলিয়ার বিয়ের পোশাক ডিজাইন করছেন মণীশ মালহোত্রা। এমনকী, শোনা গিয়েছে, কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং মুম্বইয়েই বিয়ে করবেন আলিয়া ও রণবীর। বিয়ের অনুষ্ঠানও হবে ছিমছাম। শোনা যাচ্ছে, রণবীরের কাকা এবং মহেশ ভাটের কথা মাথায় রেখেই এ ধরনের প্ল্যান করেছেন রণবীর ও আলিয়া।

[আরও পড়ুন: অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মেরে অনুতপ্ত উইল স্মিথ, ছাড়লেন ফিল্ম অ্যাকাডেমি ]

রণবীর কাপুর আর আলিয়া ভাট প্রেম করছেন! বহুদিন ধরেই বলিউডের গুঞ্জনে সেরা খবর ছিল এটাই। গুঞ্জন যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ল, ঠিক তখনই রণবীর আর আলিয়া ঠিক করে ফেললেন, আর গোপন রাখবেন না তাঁদের প্রেম। তবে মুখে কিছু না বললেও, সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে আলিয়া বার বার রণবীরের প্রতি প্রেম উজাড় করে দেন। একই ভাবে আলিয়ার প্রতিও প্রেম, ভালবাসা উজাড় করে দেন রণবীর।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে আলিয়া যেন আরও বেশি স্পষ্টবাদী হয়ে উঠলেন। রণবীরের সঙ্গে তাঁর প্রেম ও বিয়ে নিয়ে প্রশ্ন করতেই, কোনও লুকোচুরি না করেই উত্তর দিলেন তিনি। আলিয়া জানালেন, ”রণবীরের সঙ্গে বহু আগেই আমার বিয়ে হয়ে গিয়েছে। তবে তা মনে মনে। আসলে, বহু বছর ধরেই রণবীরকে স্বামী হিসেবে মন থেকে মেনে নিয়েছি। সেই অর্থে আমি আর রণবীর বিবাহিত!”

ক্যাটরিনা ও ভিকির বিয়ে হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, আলিয়া ও রণবীরের পরিবার দু’ জনের বিয়ের প্ল্যানিং ফাইনাল করে ফেলেছিলেন। তবে এই বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি আলিয়া ও রণবীর।

[আরও পড়ুন: মহিলা সহকর্মীকে যৌন হেনস্তা! গণেশ আচার্যর বিরুদ্ধে চার্জশিট পেশ করল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement