সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালের বিশ্বকাপে তাঁর গোলে নাইজেরিয়াকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। তিনি মার্কোস রোহো (Marcos Rojo)। খবরের ভিতরে খবর বলছে, মার্কোস রোহোকে ইন্টার মায়ামিতে আনতে চান লিওনেল মেসি (Lionel Messi)।
ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর থেকেই তাঁর প্রাক্তন সতীর্থরা যোগ দিচ্ছেন ফ্লোরিডার ক্লাবে। জর্ডি আলবা, সের্জিও বুস্কেটস, লুইস সুয়ারেজের পরে এবার মার্কোস রোহোর পালা।
[আরও পড়ুন: যত ইতিহাস নিউজিল্যান্ডে! টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বাজিমাত বাংলাদেশের]
মার্কোস রোহো নীল-সাদা জার্সিধারীদের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন। কিন্তু লায়োনেল স্কালোনির দলে তিনি আর জায়গা পান না। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেরও প্রাক্তন ফুটবলার তিনি।
ইন্টার মায়ামি লিগের ৩৪টি ম্যাচে ৫৪টি গোল হজম করেছে। ফলে একজন দক্ষ ডিফেন্ডারের প্রয়োজন ইন্টার মায়ামির। সেই কারণেই রোহোকে দলে আনার ভাবনা মেসির।
মাথা গরম করে ফেলার বদভ্যাস রয়েছে রোহোর। গত বছর বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময়ে নিকোলাস ডি লা ক্রুজের মাথায় লাথি মেরে বসেন রোহো। একবার নাকি অগ্নি নির্বাপক যন্ত্র ছুড়ে মেরেছিলেন টানেলে। মেসির টানে সেই রোহোকে এবার দেখা যেতেই পারে ইন্টার মায়ামিতে।