shono
Advertisement

বদলে যাচ্ছে পরিচয়! PSG-তে প্রিয় ১০ নম্বর জার্সিতে আর দেখা যাবে না মেসিকে!

কত নম্বর জার্সিতে খেলবেন আর্জেন্টাইন মহাতারকা?
Posted: 03:13 PM Aug 08, 2021Updated: 03:13 PM Aug 08, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি (Lionel Messi) যে বার্সেলোনায় থাকছেন না, সেটা এখন নতুন খবর নয়। বার্সা (Barcelona) ছেড়ে মেসি কোথায় ক্লাব ফুটবলে নতুন ইনিংস শুরু করেন, সেটা নিয়েই যাবতীয় জল্পনা। মেসিকে সই করানোর ব্যাপারে পিএসজির (PSG) সঙ্গে বেশ কয়েকটা ক্লাবও লড়াইয়ে নেমে পড়েছে। তার মধ্যে রয়েছে চেলসি। প্রিমিয়ার লিগের দলটি দৌড়ে থাকলেও মেসির পিএসিজতে যাওয়া একরকম প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছে।

Advertisement

বিদেশি মিডিয়ার খবর অনুযায়ী আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে নাকি দু’বছরের চুক্তি করতে চলছে ফরাসি ক্লাব। মেসির সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে। এমনকী, পিএসজিতে গিয়ে তিনি কত নম্বর জার্সি পরবেন, সেটাও নাকি ঠিক হয়ে গিয়েছে। যা শোনা যাচ্ছে, তাতে পিএসজিতে দশ নম্বর জার্সিতে সম্ভবত দেখা যাবে না মেসিকে। তাঁকে ১৯ নম্বর জার্সিতে দেখা যেতে পারে।

[আরও পড়ুন: গোটা ভারতের ‘হার্টথ্রব’ Neeraj Chopra কি প্রেম করেন? রহস্য ফাঁস করলেন বোন]

ফুটবল জগতে এলএম টেন হিসেবেই পরিচিতি তাঁর। দশ নম্বর জার্সিতেই খেলছেন দীর্ঘদিন। অথচ পিএসজি-তে সই করলে সেই ‘পরিচয়’ই বদলে যেতে পারে মেসির! তাহলে ঠিক কী কারণে বদলে যাচ্ছে আর্জেন্টাইন মহাতারকার জার্সি নম্বর? আসলে মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক কতটা ভাল, সেটা আর নতুন করে বলার প্রয়োজন হয় না। মেসির পিএসজিতে যাওয়ার একটা বড় কারণ হতে চলেছেন নেইমার। কোপা আমেরিকা (Copa America) ফাইনালের পরও দেখা গিয়েছিল, মেসিকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন ব্রাজিলীয় পোস্টার বয়। আর পিএসিজতে নেইমারের (Neymar) জার্সি নম্বর হল ১০। তাই মনে করা হচ্ছে, মেসি নিজেই দশ নম্বর জার্সি চাইছেন না। তবে এটাও বলাবলি চলছে, নেইমার আবার নিজেও মেসিকে সম্মান জানানোর জন্য দশ নম্বর জার্সি ছেড়ে দিতে পারেন। আর কয়েক দিনের মধ্যেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: পেটের টানে বক্সিং ছেড়ে পার্কিং লটে টিকিট বিক্রি জাতীয় স্তরের মহিলা বক্সারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement