সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজিংয়ে ৮০ সেকেন্ডে গোল করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। কেরিয়ারে এটাই দ্রুততম গোল। বেজিং মাতানোর পরে আর্জেন্টিনার পরবর্তী ঠিকানা জাকার্তা।
১৯ জুন জাকার্তায় ইন্দোনেশিয়ার সামনে আর্জেন্টিনা। কিন্তু সেই ম্যাচে খেলবেন না লিও মেসি।
কারণ তার আগেই মেসিকে ছেড়ে দেওয়া হবে। ছুটি কাটাতে যাবেন তিনি। কারণ আর্জেন্টাইন মহাতারকা টানা খেলে ক্লান্ত, পরিশ্রান্ত। সেই কারণে তিনি যাতে ছুটিতে যেতে পারেন, সেই জন্যই ইন্দোনেশিয়ার বিরুদ্ধে নামবেন না মেসি। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মেসি না খেলায় হতাশ সেই দেশের সমর্থকরা। বান্দা নেইরা দ্বীপের দোকানি ৩১ বছর বয়সি সূর্য উইজায়া বলেন, ”আমি অত্যন্ত হতাশ।”
[আরও পড়ুন: ‘অস্ট্রেলিয়া সিরিজই আমার শেষ’, স্ত্রীকে বলেছিলেন অশ্বিন]
বেজিংয়েও মেসি ছিলেন মুখ্য আকর্ষণ। ইন্দোনেশিয়াতেও তাই। কিন্তু মেসি সরে যাওয়ায় সমর্থকরা হতাশ। মিশ্র প্রতিক্রিয়া তাঁদের মধ্যে। ম্যাচের টিকিটের মূল্য ফেরত চেয়েছেন ইন্দোনেশিয়ার দর্শকরা। এক দর্শক বলেছেন, ”মেসি একজন আইকন। ৯০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে মেসির কথা ভেবেই। এটা ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি।”
ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এরিক থোহির জানিয়েছেন, টিকিট ফেরত দেওয়া যাবে না। ইন্দোনেশিয়া ফুটবল সংস্থার তরফ থেকে বলা হয়েছে, ম্যাচটা মেসি বনাম ইন্দোনেশিয়া এমনটা জানানো হয়নি কখনও। ইন্দোনেশিয়া কেন আসছেন না মেসি, সোশ্যাল মিডিয়ায় এমনটাও জানতে চেয়েছেন ভক্তরা। এক দর্শক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”তুমি ইন্দোনেশিয়ায় আসছ না কেন?” আরেক ভক্ত লিখেছেন, ”ওকে আর আদর্শ হিসেবে মানব না। মেসিকে এখানে আসার জন্য অনুরোধও করব না।”