shono
Advertisement

ফের ভারতে আসছেন মেসি! প্রদর্শনী ম্যাচ খেলার ইচ্ছাপ্রকাশ আর্জেন্টিনার

সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ জয়ের পর প্রথমবার মেসি পা রাখতে চলেছেন ভারতের মাটিতে।
Posted: 10:46 AM Jan 03, 2024Updated: 10:46 AM Jan 03, 2024

স্টাফ রিপোর্টার: ফের ভারতে আসতে পারে আর্জেন্টিনা। তবে কলকাতা নয়, কেরলে। মঙ্গলবার কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান সংবাদমাধ্যমকে জানান, আর্জেন্টিনার পক্ষ থেকে একটি ই-মেল এসেছে তাঁদের কাছে। সেখানে জানানো হয়েছে, মেসিরা ফের ভারতে খেলতে আগ্রহী।

Advertisement

কেরলের ক্রীড়ামন্ত্রী আরও বলেন, “আমরা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ই-মেল পেয়েছি। যেখানে বলা হয়েছে, তারা কেরলে ম্যাচ খেলতে আগ্রহী। কিন্তু এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি কোন মাসে ম্যাচটি হবে। কারণ, জুলাই মাসে কেরলে বৃষ্টি হয়। নির্দিষ্ট তারিখ ঠিক করার জন্য আমরা মুখোমুখি বসে বৈঠক করব।” এর আগে একবার এআইএফএফের সঙ্গে ভারতে ম্যাচ খেলার বিষয় নিয়ে কথা হয়েছিল আর্জেন্টিনা ফুটবল সংস্থার। তখন ফেডারেশন বিশাল আর্থিক ব্যয়ের কথা চিন্তা করে এই প্রদর্শনী ম্যাচ আয়োজন থেকে পিছিয়ে এসেছিল।

[আরও পড়ুন: ‘আব কি বার ৪০০ পার’, লোকসভায় নয়া স্লোগান বিজেপির!]

তবে এবার কেরল-ক্রীড়ামন্ত্রী উদ্যোগী হয়েছেন। মেসিদের এই ম্যাচ আয়োজনের জন্য আনুমানিক ৪০ কোটি টাকার প্রয়োজন কেরল ক্রীড়া দপ্তরের। আপাতত সেই অর্থ জোগাড়ের চেষ্টায় নেমে পড়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। তিনি জানান, কেরলের মানুষকে সামনে থেকে লিওনেল মেসির খেলা দেখাতে আগ্রহী তিনি। কেরলকে দেশের অন্যতম ফুটবলপ্রেমী রাজ্য বলে জানিয়েছেন আবদুরাহিমান। এর আগে কলকাতায় আর্জেন্টিনা ম্যাচ খেলেছিল। ভেনেজুয়েলার সঙ্গে সেই ম্যাচে মেসিরা নেমেছিলেন পুরো দল নিয়েই। সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। সবকিছু ঠিক থাকলে এবার বিশ্বকাপ জয়ের পর মেসি পা রাখতে চলেছেন ভারতের মাটিতে।

[আরও পড়ুন: ‘বক্তৃতা দেওয়ার দরকার নেই, ছক্কা মেরে দিও’, ভোটের আগে সাকিবকে পরামর্শ হাসিনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement