shono
Advertisement

মেসি ম্যানিয়া মায়ামিতে, আকাশ ছুঁল মহাতারকার অভিষেক ম্যাচের টিকিটের দাম

মেসির প্রথম ম্যাচের টিকিটের দাম কত?
Posted: 12:08 PM Jul 18, 2023Updated: 12:10 PM Jul 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টার মায়ামির জার্সিতে ২১ জুলাই অভিষেক ঘটছে লিওনেল মেসির (Lionel Messi)। ইন্টার মায়ামির (Inter Miami) প্রতিপক্ষ ক্রুজ আজুল। মেসিকে দেখার জন্য ইন্টার মায়ামি ভক্তদের মধ্যে বাড়ছে উন্মাদনা। আর সেই কারণেই মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া। ২১ জুলাইয়ের ম্যাচ টিকিটের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লাখের কাছাকাছি। মেসি-ম্যাচের টিকিটের এই অস্বাভাবিক দাম ইন্টার মায়ামির যে কোনও ম্যাচের থেকেও ৯০০ শতাংশ বেশি।

Advertisement

এই ম্যাচের টিকেটের ন্যূনতম মূল্য এখন ৪৮৭ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০ হাজার টাকা। টিকিটের এমন এভারেস্ট ছোঁয়া দামও ফুটবলভক্তদের উৎসাহে ভাটা ফেলেনি।

[আরও পড়ুন: সাক্ষীদের ভবিষ্যৎ বিশ বাঁও জলে, ফের পিছিয়ে গেল কুস্তি ফেডারেশনের নির্বাচন]

 

২১ জুলাইয়ের ক্রুজ আজুল ম্যাচের এক মাস পরে শার্লট এফসি-র বিরুদ্ধে নামছে ইন্টার মায়ামি। সেই ম্যাচের টিকিটের দাম চড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সেই ম্যাচের টিকিটের দাম ছুঁয়েছে ২৮৮ ডলার।

নতুন ক্লাবে পছন্দের ১০ নম্বর জার্সিই পেয়েছেন লিও মেসি। ২০২৫ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করেছেন তিনি। মেসির বিরুদ্ধে নামার জন্য তৈরি হচ্ছে ক্রুজ আজুল। তারা মেসিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ।

[আরও পড়ুন: ‘বিপুল খরচ, লাভ নেই’, কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছাড়ল অস্ট্রেলিয়া]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement