shono
Advertisement
Lok Sabha Election 2024

অমিত শাহ থেকে পওয়ারের 'গৃহযুদ্ধ', তৃতীয় দফায় নজরে একঝাঁক হেভিওয়েট

Published By: Anwesha AdhikaryPosted: 09:03 AM May 07, 2024Updated: 09:49 AM May 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলছে ১৮তম লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ। ৯৩টি কেন্দ্রে এদিন ভোটগ্রহণ হবে। একাধিক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এদিন। হেভিওয়েট প্রার্থীদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে কংগ্রেসের দিগ্বিজয় সিং। মহারাষ্ট্রে লড়াই হবে ননদ-বউদির মধ্যেও।

Advertisement

মঙ্গলবার ৯৩টি কেন্দ্রে ভোট হবে দেশজুড়ে। তার মধ্যে রয়েছে অসম (৪), বিহার (৫), ছত্তিশগড় (৭), গোয়া (২), গুজরাট (২৬), কর্নাটক (১৪), মধ্যপ্রদেশ (৮), মহারাষ্ট্র (১১), উত্তরপ্রদেশ (১০)। এছাড়াও ভোট হবে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে। বাংলার চারটি আসনেও ভোটগ্রহণ হবে মঙ্গলবার। মালদহ উত্তর ও দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে এদিন নির্বাচন রয়েছে। সবমিলিয়ে ১৩৩১ জন প্রার্থী রয়েছেন এই দফার নির্বাচনে। তার মধ্যে বিজেপির টিকিটে লড়বেন ৮১ জন। কংগ্রেসের ৬৭ জন প্রার্থী রয়েছেন। 

[আরও পড়ুন: সেলিব্রিটি মোদি! ভোট দিয়ে গুজরাটিতে ভাষণ, খুদেদের হাতেই দিলেন সই

মঙ্গলবার ভাগ্য নির্ধারিত হবে একাধিক হেভিওয়েটের। তার মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নাম। গুজরাটের গান্ধীনগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির 'সেকেন্ড ইন কমান্ড'। এছাড়াও অসামরিক উড়ান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিং চৌহান, পুরুষোত্তম রূপালা, বাসবরাজ বোম্মাই, জগদীশ সেত্তারের মতো বিজেপি নেতার ভোট রয়েছে মঙ্গলবার। বিরোধীদের মধ্যে উল্লেখযোগ্য নাম কংগ্রেসের দিগ্বিজয় সিং, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব।

এছাড়াও নজর কাড়বে মহারাষ্ট্রর বরামতী কেন্দ্রে দুই এনসিপি প্রার্থীর টক্কর। এনসিপির অজিত পাওয়ার ও শরদ পাওয়ার- দুই শিবিরই এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। শরদ শিবির থেকে টিকিট পেয়েছেন তাঁর কন্যা সুপ্রিয়া সুলে। বিপক্ষে রয়েছেন তাঁরই বউদি সুনেত্রা পওয়ার। তিনি অজিত পওয়ারের স্ত্রী। ফলে ননদ-বউদির লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন, নির্ধারিত হবে মঙ্গলবারই। অন্যদিকে, মঙ্গলবার ভোট হওয়ার কথা থাকলেও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রের নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: বিক্ষুব্ধ কাঁটাই বঙ্গ বিজেপির মূল সমস্যা, মানলেন সুকান্ত]  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলার চারটি আসনেও ভোটগ্রহণ হবে মঙ্গলবার। মালদহ উত্তর ও দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে এদিন নির্বাচন রয়েছে।
  • বিরোধীদের মধ্যে উল্লেখযোগ্য নাম কংগ্রেসের দিগ্বিজয় সিং, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব।
  • মঙ্গলবার ভোট হওয়ার কথা থাকলেও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রের নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে।
Advertisement