শুভময় মণ্ডল, নয়াদিল্লি: দিল্লিতে লোকতন্ত্র বাঁচাও সত্যাগ্রহে শামিল মমতা বন্দ্যোপাধ্যায়।কেজরিওয়ালের মঞ্চে হাজির অন্য বিরোধী নেতারাও। মমতার দিল্লি সফরের সর্বশেষ আপডেটের জন্য নজর রাখুন…
Advertisement
- ৫৬ ইঞ্চি ছাতি তো রাবণেরও ছিল, তীব্র আক্রমণ মমতার।
- ডেমোক্রেসি এখন নমোক্রেসি হয়ে গিয়েছে, কটাক্ষ মমতার।
- দেশে জরুরি অবস্থার থেকেও বিপজ্জনক পরিস্থিতি চলছে, আপনারা দেশ ভাঙেন, আমরা জোড়া লাগায়। আমাদের সঙ্গে রাজ্যে আলাদা লড়াই করুক, কিন্তু জাতীয় স্তরে একসঙ্গে লড়ব: মমতা।
- বিজেপির দু’জন গব্বর সিং আছে। গুজরাটের দিনগুলো আমরা ভুলি নি। ওদের হাতে রক্ত লেগে আছে। বিস্ফোরক মমতা।
- আমার সিপিএম-কংগ্রেস-বিজেপির সঙ্গে লড়াই করার অভ্যেস আছে, বাংলায় সিপিএম-কংগ্রেস-বিজেপি একসঙ্গে লড়াই করে, অভিযোগ তৃণমূল নেত্রীর।
- কংগ্রেসকেও তোপ, আপনারা যেখানে শক্তিশালী সেখানে লড়ুন, যেখানে আমরা শক্তিশালী সেখানে এসে বিজেপির সুবিধা করে দেবেন না, বললেন মমতা।
- যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়াই করবে, বাংলায় আমরা শক্তিশালী, আমরা লড়ব, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডু লড়বে।
- মোদির এক্সপায়ারি ডেট ওভার, আমাদের ভয় দেখানোর দিন শেষ, আমরা ভয় পায় না: মমতা।
- সিবিআই থেকে শুরু করে সমস্ত এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধীদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ মমতার।
- দিল্লির ধরনা মঞ্চ থেকে মোদিকে তোপ মমতার। আর মাত্র ৩০ দিন অপেক্ষা করুন, সরকারের পতন হবে, বললেন তৃণমূলনেত্রী।
- কেজরির মঞ্চে এক সারিতে মমতা-সীতারাম ইয়েচুরি।
- ধরনা মঞ্চে হাজির চন্দ্রবাবু নায়ডু, ডি রাজা, সঞ্জয় সিং-সহ বিরোধী শিবিরের একাধিক হেভিওয়েট নেতা।
- কেজরিওয়ালের ধরনা মঞ্চে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত শরদ যাদব, রামগোপাল যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সৌগত রায়দের মতো নেতারা।
- শিলান্যাসের পর GTA প্রেসিডেন্ট বিনয় তামাং এবং ভাইস প্রেসিডেন্ট অনীত থাপাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।
- বঙ্গ ভবনে গোর্খা ওয়েলফেয়ার সেন্টার ভবনের শিলান্যাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং।
- “আজ সংসদের শেষ দিন, তাই গণতন্ত্রের মন্দিরে এসেছি।অগণতান্ত্রিক বিজেপি সরকারকে সরিয়ে ফেলতে হবে”, সংসদে বললেন মমতা।
- সংসদে গান্ধী মূর্তির সামনে প্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন বিজেপি সরকারের শেষের ঘণ্টা বেজে গিয়েছে।
- সংসদের সেন্ট্রাল হলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ইদ্রিশ আলি, ডেরেক ও ব্রায়েন-সহ অন্য তৃণমূল সাংসদরা।
- সংসদে গান্ধী মূর্তির পাদদেশে পৃথক ধরনা কর্মসূচি কংগ্রেসের। আজ রাজ্যসভায় পেশ হতে পারে তিন তালাক বিল, নাগরিকত্ব সংশোধনী বিল।
- “মোদি সরকার যেভাবে চলছে, তাতে এদের পতন নিশ্চিত। আগামী সরকারে অগ্রণী ভূমিকা নেবে তৃণমূল কংগ্রেস”, দাবি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
- তৃণমূল সাংসদদের ধরনায় হাজির কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বেশ কিছুক্ষণ তৃণমূল সাংসদদের পাশে ছিলেন রাহুল।
- মমতার ধরনা শুরুর আগেই সংসদে গণতন্ত্র বাঁচানোর দাবিতে প্রতীকী ধরনা কর্মসূচি তৃণমূল সাংসদদের।
- ধরনা মঞ্চ ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাপ।
- যন্তরমন্তরে লোকতন্ত্র বাঁচাও সত্যাগ্রহের মঞ্চ প্রস্তুত করা হয়েছে।এই ধরনার মূল উদ্যোক্তা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এখানেও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্য বিরোধী দলের নেতাদের উপস্থিতি।
The post কেজরির ধরনা মঞ্চ থেকে মোদিকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রীর appeared first on Sangbad Pratidin.