shono
Advertisement

Breaking News

বিজেপি সাংসদ খগেন মুর্মুর গাড়ি আটকে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, রতুয়ায় ব্যাপক উত্তেজনা

১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে বিক্ষোভ।
Posted: 07:14 PM Oct 09, 2023Updated: 07:14 PM Oct 09, 2023

বাবুল হক, মালদহ: একশো দিনের কাজে বকেয়া আদায়ের দাবিতে উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুর গাড়ি আটকে বিক্ষোভ। গো ব্যাক স্লোগান। আর এই ঘটনাকে কেন্দ্র করে মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে উত্তেজনা।

Advertisement

গঙ্গাভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিডিওর সঙ্গে আলোচনা করতে যান সাংসদ। অভিযোগ, ১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে বিডিও অফিস চত্বরে তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। সাংসদকে হেনস্তা করা হয় বলেই অভিযোগ। তাঁকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়।

[আরও পড়ুন: রুপোর পাখায় বাতাস, রুপোর ঝাঁটায় রাস্তা সাফ, বারুইপুর জমিদার বাড়ির দুর্গাপুজো আজও নজরকাড়া]

উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, “গঙ্গাভাঙন কবলিত এলাকার মানুষদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রতুয়া ১ নম্বর ব্লকে বিডিওর সঙ্গে দেখা ও আলোচনা করার জন্য যাই। কিন্তু সেখানে দেখা করতে গেলে তৃণমূলের নেতা গুন্ডাবাহিনী নিয়ে আটকে দেয়। হঠাৎই ১০০ দিনের কাজের টাকার দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়।” সাংসদ অভিযোগ করেন, রতুয়া ১ নম্বর ব্লকের বিডিও নিজেই তৃণমূল নেতাদের ডেকে পাঠান। বিডিওর বিরুদ্ধে বিজেপির শীর্ষ নেতৃত্বে কাছে অভিযোগ জানাবেন বলেই দাবি সাংসদের।

পালটা কটাক্ষ তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। তিনি জানান, “১০০ দিনের কাজের প্রাপ্য টাকার দাবিতে ইতিমধ্যেই দিল্লিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে। কলকাতাতেও আন্দোলন হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আন্দোলন চলবে। তাই হয়তো বঞ্চিতরা বিজেপি সাংসদকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন। এরকম লাগাতার চলবে।”

[আরও পড়ুন: এখন প্রত্যাহার, অক্টোবরের শেষের মধ্যে কেন্দ্রের উত্তর না মিললে ফের ধরনায় বসব: অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement