বাবুল হক, মালদহ: মালদহের হরিশচন্দ্রপুরের ছোট্ট গ্রাম কড়িয়ালি। কজনই বা এই গ্রামের নাম জানতেন! আর সেই গ্রামেরই এখন ব্যাপক জনপ্রিয়তা। কড়িয়ালির ‘দস্যি’ ছেলে রুখেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। বাঁচিয়েছে কয়েকশো মানুষের প্রাণ। আর তারপর থেকেই ‘হিরো’ ছোট্ট মোরসেলিম।
কড়িয়ালির নিম্নবিত্ত পরিবারের সন্তান মোরসেলিম। বাবা পরিযায়ী শ্রমিক। মা গৃহবধূ। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা ছোট্ট মোরসেলিমের সঙ্গে দেখা করেন গ্রামের প্রায় সকলেই। শনিবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মোরসেলিমের বাড়িতে যান তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে মোরসেলিমকে পুরস্কৃত করা হবে বলেই জানান মন্ত্রী। বলেন, “সাহসী ছেলের জন্য গর্ব হয়।” রেলের তরফেও তাকে পুরস্কৃত করা উচিত বলেই মত বিজেপি সাংসদ খগেন মুর্মুর।
[আরও পড়ুন: ‘ছাত্রমৃত্যুকে ঢাল করে চক্রান্ত চলছে, নেপথ্যে বড় মাথা,’ বিস্ফোরক দাবি উপাচার্য বুদ্ধদেবের]
মোরসেলিমের পরিবারের সঙ্গে দেখা করেন কাটিহারের ডিআরএম সুরেন্দর কুমারও। বেশ কিছুক্ষণ পঞ্চম শ্রেণির ছাত্র মোরসেলিমের সঙ্গে কথাও হয় তাঁর। ঠিক কীভাবে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে বাঁচাল সে, খোঁজখবর নেন ডিআরএম। মোরসেলিমকে সাহসিকতার সম্মান দেওয়া যায় কিনা, সবদিক খতিয়ে দেখে রেল কর্তৃপক্ষকে সে সংক্রান্ত রিপোর্ট পাঠানো হবে বলেই জানান তিনি।
দেখুন ভিডিও: