shono
Advertisement

সপ্তাহান্তে ফের বাতিল একাধিক ট্রেন, ভোগান্তির আশঙ্কা শিয়ালদহ শাখায়

শিয়ালদহের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে দু'টি এক্সপ্রেস।
Posted: 09:58 AM Apr 06, 2023Updated: 10:08 AM Apr 06, 2023

সুব্রত বিশ্বাস: সপ্তাহান্তে ফের শিয়ালদহ শাখায় (Sealdah Division) ট্রেন বাতিল। নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা। লোকান ট্রেন বাতিলের পাশাপাশি দূরপাল্লার কিছু এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। সবমিলিয়ে ফের শনি ও রবিবার শিয়ালদহ শাখার যাত্রীরা সমস্যা পড়তে চলেছেন।

Advertisement

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত দশ ঘণ্টা শিয়ালদহ স্টেশনে লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যার জেরে শনিবার রাতে এক জোড়া করে শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল বাতিল থাকছে। রবিবার সকাল পর্যন্ত মোট তিন জোড়া শিয়ালদহ-রানাঘাট, দু’জোড়া শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-কল‌্যাণী সীমান্ত, শিয়ালদহ-বারাকপুর লোকাল বাতিল থাকবে। এক জোড়া শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-গেদে লোকাল ও একটি কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল (Local Trains) বাতিল থাকবে।

[আরও পড়ুন: একাই সব মাংস সাবাড়! প্রতিবাদ করায় ছেলেকে পিটিয়ে মারল বাবা]

শুধু লোকাল ট্রেন নয়, প্রভাব পড়বে দূরপাল্লার একাধিক ট্রেন। রেল সূত্রে খবর, গৌড়, দার্জিলিং, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা নির্ধারিত সময় বা পূর্ব নির্ধারিত স্টেশন থেকে ছাড়বে না। জানা গিয়েছে, পদাতিক এবং অজমের এক্সপ্রেস শিয়ালদহের পরিবর্তে শনিবার কলকাতা স্টেশনে আসবে। আবার ওইদিন কলকাতা স্টেশন টার্মিনাল থেকেই ছাড়বে দু’টি ট্রেন। ওই দু’দিন গৌড়, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার-সহ একাধিক ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পরে শিয়ালদহর দিকে রওনা হবে। সবমিলিয়ে সপ্তাহন্তে শিয়ালদহ শাখার যাত্রীদের ভোগান্তি চরমে উঠতে চলেছে।

[আরও পড়ুন: সেলফি বিতর্কে বিপাকে পৃথ্বী শ, ক্রিকেটারের বিরুদ্ধে আদালতে স্বপ্না গিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement