shono
Advertisement

Breaking News

বাংলাদেশে অনিয়ন্ত্রিত করোনা সংক্রমণ, লকডাউনের মেয়াদ বাড়ল আরও ১০দিন

নিত্যদিনই বাংলাদেশে বেড়ে চলেছে করোনায় মৃত্যুর হার।
Posted: 12:14 PM Jun 08, 2021Updated: 12:14 PM Jun 08, 2021

সুকুমার সরকার, ঢাকা: কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা (Coronavirus) সংক্রমণ। উপায় না দেখে বারবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির পথেই হাঁটছে বাংলাদেশ (Bangladesh)। সংক্রমণ কার্যত লাগামহীন হওয়ায় চলমান লকডাউনের বিধিনিষেধ ফের বাড়ানো হয়েছে। আগামী ১৬ জুন পর্যন্ত চলবে লকডাউন (Lockdown)। চলতি সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

Advertisement

এদিকে, করোনা কবলিত দেশের উত্তরের জেলা রাজশাহীর পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও সাতজনের মৃত্যু হয়েছে।এর আগে ওই হাসপাতালে একদিনে ১৬ জন প্রাণ হারিয়েছিলেন। এই হাসপাতালে মৃত্যু সাতজনের মধ্যে চাঁপাই নবাবগঞ্জের তিনজন রয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৩২ জন।আইসিইউতে রয়েছেন ১৮ জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৮৩৯ জনে পৌঁছেছে। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ১০ হাজার ৯৯০ জন।

[আরও পড়ুন: কার্টুনিস্ট কিশোরের শরীরে নেই আঘাতের চিহ্ন! মেডিক্যাল বোর্ডের রিপোর্টে জল্পনা

সম্প্রতি লকডাউনের মেয়াদবৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘করোনা ভাইরাসজনিত রোগ (COVID-19) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হল।” এর আগে গত ৩০ মে লকডাউনের বিধিনিষেধ বাড়িয়ে ৬ জুন পর্যন্ত করা হয়। করোনা নিয়ন্ত্রণ রোধে চলতি বছরের ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচল-সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে সরকার। পরে আরও দু’দিন বাড়ানো হয় সেই বিধিনিষেধ।কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার পর পরবর্তী দফায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে শুরু হয় ‘সর্বাত্মক লকডাউন’। সেই মেয়াদই বেড়ে চলেছে। 

[আরও পড়ুন: ভাইরাল ভিডিওই ডেকে আনল অশান্তি! থানা পুলিশে জেরবার কাকলী ফার্নিচারের মালিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement