সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পুলিশি বাধার মুখে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রিষড়া ও শ্রীরামপুরের অশান্তি ইস্যুতে চন্দননগর পুলিশ কমিশনারেটে ডেপুটেশন জমা দিতে যেতেই তাঁকে আটকে দেয় পুলিশ। যার জেরে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
রামনবমীতে উত্তপ্ত হয়েছিল রিষড়া। বোমাবাজি, ইটবৃষ্টিতে রীতিমতো রণক্ষেত্রের আকার ধারণ করে রিষড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি হয় ১৪৪ ধারা। সংঘর্ষের আঁচ পড়ে শ্রীরামপুরেও। এই সব এলাকায় শান্তি ফেরানোর দাবি নিয়েই ন্দননগর পুলিশ কমিশনারেটে দিতে যান লকেট (Locket Chatterjee)। কিন্তু সেখানে প্রবেশের আগেই বাধা দেয় পুলিশ।
[আরও পড়ুন: আগামী ৪-৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, উত্তরে বৃষ্টির সম্ভাবনা]
রামনবমীতে (Ram Navami 2023) অশান্তির পর রিষড়া, শ্রীরামপুরে যেতে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপির প্রতিনিধিদের। এর আগে রিষড়া ও শ্রীরামপুরের পরিস্থিতি দেখতে যাওয়ার সময় আটকে দেওয়া হয়েছিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি। আবার গতকাল, মঙ্গলবার সড়ক পথে বাধা পাওয়ার আশঙ্কায় বাধ্য হয়ে ট্রেনে করে রিষড়া পৌঁছান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যদিও ট্রেন থেকে নামতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁকে। এবার চন্দননগর কমিশনারেটে ডেপুটেশন দিতে গিয়ে একই পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি।
হুগলির বিভিন্ন জায়গায় অশান্তির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তোপ দাগেন লকেট। তাঁর দাবি, ধরনা মঞ্চ থেকে তিনিই অশান্তির উসকানি দিয়েছেন। একটি ধর্মীয় সম্প্রদায়কে রক্ষা করেই যে তিনি রাজনীতি করছেন, তা স্পষ্ট। এই একই কারণে রামনবমীর পর হনুমান জয়ন্তীতেও অশান্তি হতে পারে বলে দাবি লকেটের।