সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। একাধিকবার সাংসদ-বিধায়ক নির্বাচিত হয়েছেন। নিজেকে পিছড়ে, দলিত এবং অল্পসংখ্যকের প্রতিনিধি হিসাবে বর্ণনা করেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এই মুহূর্তে সমাজবাদী পার্টির সর্বময় কর্তা অখিলেশ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। বৃহস্পতিবার কনৌজ থেকে মনোনয়ন দাখিল করেছেন তিনি। নির্বাচনী হলফনামাতেই নিজের সম্পত্তির কথা জানিয়েছেন অখিলেশ।
হলফনামা অনুসারে, অখিলেশ যাদব এবং তাঁর স্ত্রী ডিম্পল যাদব (Dimple Yadav) সব মিলিয়ে প্রায় ৪২ কোটি টাকার সম্পত্তির মালিক। অখিলেশ যাদবের নিজের সম্পত্তির পরিমাণ প্রায় ২৬ কোটি ৩৪ লক্ষ টাকা। স্ত্রী ডিম্পল যাদবের সম্পত্তির পরিমাণ কমবেশি ১৫ কোটি টাকা। অখিলেশের ঋণ রয়েছে ৭৪ লক্ষ টাকার। আর ডিম্পলের ঋণের পরিমাণ ২৫ লক্ষ টাকার কাছাকাছি। চমকপ্রদ বিষয় হল, স্ত্রী ডিম্পলের কাছেই অখিলের ঋণ আছে প্রায় ৫৪ লক্ষ টাকার।
[আরও পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক, ফের বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার]
অখিলেশের স্থাবর সম্পত্তি ১৭.২২ কোটির। এর মধ্যে বেশ কিছু কৃষিজমি এবং বসতবাড়ি আছে। যার অধিকাংশই উত্তরাধিকার সূত্রে পাওয়া। সপা (Samajwadi Party) সুপ্রিমোর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯.১২ কোটি টাকা। সপা প্রধানের হাতে ২৫.৬১ লক্ষ টাকা নগদ এবং ব্যাঙ্কের ভল্টে ৫.৪১ কোটি টাকা আছে। হলফনামায় অখিলেশের বার্ষিক আয় দেখানো হয়েছে ৮৭ লক্ষ টাকা।
[আরও পড়ুন: ‘কল্যাণদার জন্যই আমাদের বিয়েটা হয়েছে’, কাঞ্চনকে ‘অপমান’ নিয়ে মুখ খুললেন শ্রীময়ী]
অখিলেশের স্ত্রী ডিম্পল যাদবের স্থাবর সম্পত্তি ১০.৪৪ কোটি টাকার। অস্থাবর সম্পত্তি ৫.১ কোটি টাকার। তাঁর নামেও বেশ কিছু কৃষিজমি রয়েছে। গত পাঁচ বছরে ডিম্পল যাদবের গড় আয় দেখানো হয়েছে ৬৫ লক্ষ টাকা।