সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিনের জনপ্রতিনিধি। একটা সময় গুজরাটের বিধায়ক ছিলেন। সেরাজ্যের মন্ত্রী হিসাবেও কাজ করেছেন। স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোটিপতি। তবে সম্পত্তির নিরিখে তাঁর থেকে কম যান না স্ত্রী সোনাল শাহও। শুক্রবার গুজরাটের গান্ধীনগর আসনের জন্য মনোনয়ন দিয়েছেন শাহ। নির্বাচনী হলফনামাতেই নিজের সম্পত্তির হিসাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শাহ মোট ৩৬ কোটি টাকার সম্পত্তির মালিক। তাঁর স্থাবর সম্পত্তি ১৬ কোটি টাকার। অস্থাবর সম্পত্তি ২০ কোটি টাকার। এর মধ্যে রয়েছে বসত বাড়ি, কিছু কৃষিজমি। এর মধ্যে রয়েছে ৭২ লক্ষ টাকার গয়না। হলফনামায় নিজের পেশা হিসাবে কৃষিজীবী লিখেছেন শাহ।
[আরও পড়ুন: খুনের হুমকি, বাড়িতে হামলা, কড়া নিরাপত্তায় মুড়ে ভারত ছাড়লেন সলমন! কোথায় গেলেন?]
২০২২-২৩ অর্থবর্ষে শাহ নিজের রোজগার হিসাবে দেখিয়েছেন ৭৫.০৯ লক্ষ টাকা। রোজগারের উৎস মন্ত্রী হিসাবে বেতন, বাড়ি ভাড়া এবং কৃষিজমি থেকে লভ্যাংশকে দেখিয়েছেন। শাহের নামে ঋণ রয়েছে ১৭.৭৭ লক্ষ টাকার। মজার কথা হল, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের নামে কোনও গাড়ি নেই।
[আরও পড়ুন: ভোটকেন্দ্রে জনতার ধাক্কায় নাজেহাল থলপতি বিজয়, নেতা-অভিনেতাকে বাঁচাতে আসরে পুলিশ]
সম্পত্তির নিরিখে শাহের থেকে পিছিয়ে নেই তাঁর স্ত্রী সোনাল শাহও। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩১ কোটি টাকা। এর মধ্যে ২২.৪৬ কোটি টাকার অস্থাবর সম্পত্তি। এর মধ্যে গয়নাই রয়েছে ১ কোটি ১০ লক্ষ টাকার। শাহের স্ত্রী সোনালের স্থাবর সম্পত্তি ৯ কোটি টাকার। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় দেখানো হয়েছে ৩৯ লক্ষ ৫৪ হাজার টাকা। সোনাল শাহর নামে ঋণ রয়েছে ২৬ লক্ষ ৩২ হাজার টাকা।