shono
Advertisement
Arvind Kejriwal

'ক্ষমতায় ফিরলে দুমাসের মধ্যে যোগীর কুরসি ছিনিয়ে নেবেন মোদি', দাবি কেজরিওয়ালের

ক্ষমতায় ফিরলে মমতা-স্ট্যালিনদের মতো সব বিরোধী নেতাকে জেলে ঢকাবেন মোদি, দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর।
Published By: Subhajit MandalPosted: 03:41 PM May 11, 2024Updated: 08:16 PM May 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেল থেকে সাময়িক মুক্তি পেতেই ফের স্বমহিমায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্য বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে এবার তিনিও বলছেন, নরেন্দ্র মোদি (Narendra Modi) 'এক দেশ-এক নেতা'র ধারণা প্রতিষ্ঠা করতে চাইছেন। আপ সুপ্রিমোর বিস্ফোরক দাবি, বিরোধী নেতাদের তো বটেই দলের অন্দরে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদেরও ছাড়বেন না তিনি। ক্ষমতায় ফিরলে যোগী আদিত্যনাথকেও ছেঁটে ফেলবেন মোদি।

Advertisement

কেজরির দাবি, "লালকৃষ্ণ আডবানী, মুরলী জোশী, শিবরাজ চৌহান, বসুন্ধরা রাজে, খাট্টার, রমণ সিংদের রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিয়েছেন। এবার যোগী আদিত্যনাথের পালা। মোদি ক্ষমতায় ফিরলে দুমাসের মধ্যে উত্তরপ্রদেশের কুরসিতে অন্য কাউকে বসাবেন।" কেজরিওয়ালের দাবি, "নরেন্দ্র মোদি এবং অমিত শাহই (Amit Shah) বিজেপির অন্দরের পাওয়ার সেন্টার। ওরাই সবার ক্ষমতা নিয়ন্ত্রণ করেন।"

[আরও পড়ুন: ধর্ষণ করে খুন? বারাসতের নার্সিংহোমের ছাদে নাবালিকার দেহ উদ্ধারে গ্রেপ্তার মালিক-সহ ২]

এখানেই শেষ নয়, দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে একে একে সব বিরোধী নেতাকে জেলে পাঠাবেন মোদি-শাহরা। কেজরির দাবি, "ওরা বিরোধী নেতাদের জেলে ঢোকাবে। আর রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। আমাদের মন্ত্রীরা, হেমন্ত সোরেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা সব জেলে। ওরা যদি আবার জেতে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন, তেজস্বী যাদব, পিনারাই বিজয়নদেরও জেলে ঢোকাবেন মোদি।"

[আরও পড়ুন: মন্দিরে মাথায় হাত দিলীপের! শেষবেলার প্রচারে কীর্তি আজাদকে ব্যঙ্গ বিজেপি প্রার্থীর]

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় জেল থেকে বেরিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার পরই তিনি নেমে পড়েছেন পুরোদস্তুর ভোটপ্রচারে। শনিবার সকাল দিল্লির কনট প্লেসের হনুমান মন্দিরে যান কেজরিওয়াল তার পর সাংবাদিক বৈঠকে মোদিকে একের পর এক তোপ দেগেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জেল থেকে সাময়িক মুক্তি পেতেই ফের স্বমহিমায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
  • অন্য বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে এবার তিনিও বলছেন, নরেন্দ্র মোদি 'এক দেশ-এক নেতা'র ধারণা প্রতিষ্ঠা করতে চাইছেন।
  • আপ সুপ্রিমোর বিস্ফোরক দাবি, বিরোধী নেতাদের তো বটেই দলের অন্দরে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদেরও ছাড়বেন না তিনি।
Advertisement