সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) বড় চমক। মুম্বই হামলার চক্রী আজমল কাসভকে ফাঁসিতে ঝোলানোর নেপথ্যে যার কৃতিত্ব সবচেয়ে বেশি বলে ধরা হয়, সেই আইনজীবী উজ্জ্বল নিকমকে টিকিট দিল বিজেপি। বর্ষীয়ান এই আইনজীবী বিজেপির টিকিটে লড়বেন উত্তর-মধ্য মুম্বই লোকসভা কেন্দ্র থেকে।
স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম (Ujjwal Nikam) আইনজীবী হিসাবে একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন। যার মধ্যে অন্যতম মধ্যে অন্যতম হল মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার মামলা। গোটা দেশের নজর ছিল সেই মামলায়। মুম্বই হামলার পর একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভকে ফাঁসিতে ঝোলানোর নেপথ্যে অন্যতম কারিগর তিনি। শুধু তাই নয়, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলাতেও আইনজীবী হিসাবে জঙ্গিদের বিপক্ষে লড়েছেন উজ্জ্বল।
[আরও পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক, ফের বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার]
এমনিতে গত ১০ বছরে মুম্বই বিজেপির (BJP) গড় হিসাবে উঠে এসেছে। যে কেন্দ্রে উজ্জ্বল নিকমকে টিকিট দেওয়া হয়েছে সেই কেন্দ্রে গত দুবার বিজেপির সাংসদ ছিলেন পুনম মহাজন। পুনম আবার প্রয়াত প্রবাদপ্রতিম বিজেপি নেতা প্রমোদ মহাজনের মেয়ে। এবার পুনমকে টিকিট দিল না বিজেপি। তাঁর বদলে টিকিট দেওয়া হল উজ্জ্বলকে। বর্ষীয়ান আইনজীবীর প্রতিপক্ষ কংগ্রেসের বর্ষা গায়কোয়াড়। বর্ষা মুম্বই কংগ্রেসের (Congress) সভাপতি। এবং ধারাভির বিধায়ক। তাছাড়া এবার বিজেপির পাশে উদ্ধব ঠাকরে নেই। তাই উজ্জ্বলের লড়াই কঠিন হতে চলেছে।
[আরও পড়ুন: ‘কল্যাণদার জন্যই আমাদের বিয়েটা হয়েছে’, কাঞ্চনকে ‘অপমান’ নিয়ে মুখ খুললেন শ্রীময়ী]
তবে উজ্জ্বলকে প্রার্থী করাটা আরও বৃহত্তর উদ্দেশ্যে। উজ্জ্বলের মতো 'সন্ত্রাসবাদ বিরোধী' অবস্থান নেওয়া আইনজীবীকে টিকিট দিলে দেশজুড়ে জাতীয়তাবাদের বার্তা যাবে। তাছাড়া কৌশলে মুম্বই হামলার স্মৃতিও উসকে দেওয়া যাবে। যা মুম্বইয়ের ভোটে এখনও জ্বলন্ত ইস্যু।