সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আড়াই সপ্তাহ আগে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ভোটের দিন ফের ভোল বদলে ফেললেন কমল নাথের গড় ছিন্দওয়াড়ার মেয়র বিক্রম আহাকে। ছিন্দওয়াড়া কেন্দ্রে ভোট শুরু হয়ে যাওয়ার পর হঠাৎ তিনি ভোটারদের আর্জি জানালেন, "কংগ্রেস প্রার্থী নকুল নাথকে ভোট দিন।"
আসলে লোকসভা ভোটের(Lok Sabha 2024) মুখে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের বিজেপি যোগ নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শোনা গিয়েছিল সপুত্র কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন কমল। একে একে তাঁর অনুগামীরা যোগ দিচ্ছিলেন বিজেপিতে। সেসময়ই ছিন্দওয়াড়ার মেয়র বিক্রম আহাকে বিজেপিতে যোগ দেন। গত ১ এপ্রিল সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং বিজেপি সভাপতি ভিডি শর্মার উপস্থিতিতে সেই যোগদান সমারোহ হয়।
[আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকেও এবার সাপ্লির সুযোগ, নয়া নিয়ম জানাল শিক্ষা সংসদ]
কিন্তু শুক্রবার ছিন্দওয়াড়ার ভোটের দিনই ফের ভোল বদলালেন তিনি। বুঝিয়ে দিলেন, তিনি কমল নাথের পাশেই আছেন। এদিন সকালে সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তিনি বলেন, "এক রাজনৈতিক দলে যোগদানের পরই আমি দমবন্ধ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। বুঝতে পারলাম আমি এমন এক জনের সঙ্গে অনুচিত কাজ করছি, যিনি ছিন্দওয়াড়ার উন্নয়নে কাজ করছেন"
[আরও পড়ুন: মে মাসের শুরুতেই মাধ্যমিকের ফলপ্রকাশ, প্রস্তুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও]
বস্তুত, জল্পনা থাকলেও কমল নাথ শেষপর্যন্ত বিজেপিতে যোগ দেননি। তাঁর ছেলে পুরনো কেন্দ্র ছিন্দওয়াড়া থেকেই প্রার্থী হয়েছেন। শুক্রবার নিজের গড় বাঁচাতে ভোট ময়দানে নকুল নাথ। তাই কমল নাথের পুরনো অনুগামী বিক্রম শেষবেলায় 'প্রভুভক্তি'র নিদর্শন হিসাবেই নকুলের হয়ে ভোট চাইলেন।