সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর-পশ্চিম ভারতে আগেই বিজয় কেতন উড়িয়েছে বিজেপি। পূর্ব ভারতেও অধিকাংশ রাজ্যে বিজেপি হয় প্রথম নয় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বাকি ছিল শুধু দক্ষিণ ভারত। মোদি জমানায় গোটা দেশে যখন বিজেপির (BJP) ঝড় বয়ে গিয়েছে, তখনও দক্ষিণ ভারতে সেভাবে দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির। এবার হয়তো সেই রীতিতেও বদল হতে চলেছে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা (Exit Polls) বলছে, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ধীরে ধীরে হলেও পা রাখছে গেরুয়া শিবির।
দক্ষিণে বিজেপির জন্য যে দুটি রাজ্যের দরজা খোলা বিজেপির জন্য কার্যত অসম্ভব বলে এতদিন মনে হত, সেই দুই রাজ্যেই এবার গেরুয়া শিবির একার শক্তিতে খাতা খুলতে পারে বলে দাবি একাধিক বুথ ফেরত সমীক্ষায়। শুধু তাই নয়, কংগ্রেস (Congress) শাসিত কর্নাটকেও বিজেপি বিশেষ ধাক্কা খাচ্ছে না। কংগ্রেস শাসিত তেলেঙ্গানাতেও আসন বাড়ছে বিজেপির। অন্ধ্রেও টিডিপির হাত ধরে ভালো ফল করতে পারে গেরুয়া শিবির।
[আরও পড়ুন: ‘তিনশো পার করবে ইন্ডিয়া’, হুইলচেয়ারে ভোট দিয়ে হুঙ্কার তেজস্বীর]
এবিপি সি ভোটার সমীক্ষা বলছে, তামিলনাড়ুতে ৩৭-৩৯ আসন পেতে পারে ইন্ডিয়া জোট। এনডিএ পেতে পারে ১টি আসন। নিউজ ১৮- এর সমীক্ষা বলছে, তামিলনাড়ুতে বিজেপি পেতে পারে ১-৩ আসন। ইন্ডিয়া জোট ৩৬-৩৯টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা বলছে তামিলনাড়ুতে বিজেপি ২-৪ আসন পেতে পারে। ইন্ডিয়া জোট ৩৩-৩৭ আসন পেতে পারে।
কেরলেও একাধিক এক্সিট পোলে বিজেপির খাতা খোলার ইঙ্গিত মিলেছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে সে রাজ্যে ২-৩ আসন পেতে পারে বিজেপি। সেখানে কংগ্রেস জোট ১৭-১৮ আসন পেতে পারে। নিউজ ১৮ এর সমীক্ষা বলছে, কেরলে বিজেপি ১-৩ আসনে জিততে পারে। কংগ্রেসের দখলে যেতে পারে ১৫ আসন। এবিপি সি ভোটারও কেরলে বিজেপির ১-৩ আসন পাওয়ার পূর্বাভাস দিয়েছে।
[আরও পড়ুন: বুথ ফেরত সমীক্ষায় অনেক এগিয়ে এনডিএ, ২০১৯-এর এক্সিট পোলকেও ছাপিয়ে গেল?]
কর্ণাটকে ২৮ আসনের মধ্যে আগেরবার ২৬ আসন জিতেছিল বিজেপি। এবার সেরাজ্যে বিজেপি ২০-২২ আসন পেতে পারে বলে ইঙ্গিত অ্যাক্সিসের। সেরাজ্যে কংগ্রেস ৩-৭ আসন পেতে পারে। নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, কর্ণাটকে ২১-২৪ আসন পেতে পারে বিজেপি। তেলেঙ্গানায় অধিকাংশ এক্সিট পোল বলছে বিজেপি ৭-৯ আসন পেতে পারে। কংগ্রেসেরও একই সংখ্যক আসন পাওয়ার সম্ভাবনা। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় অন্ধ্রেও এনডিএ জোটের হাত ধরে বিজেপির খাতা খোলার ইঙ্গিত দিয়েছে।
তবে আসন বাড়ানোর থেকেও গুরুত্বপূর্ণ দক্ষিণের অধিকাংশ রাজ্যেই ভোট বাড়ছে বিজেপির। তামিলনাড়ুতে বিজেপি ১৩-১৫ শতাংশ ভোট পেতে পারে। কেরলে গেরুয়া শিবিরের ভোট পৌঁছে যেতে পারে ২৫ শতাংশ পর্যন্ত। সেটাই আগামী দিনের জন্য জমি তৈরি করতে সাহায্য করবে গেরুয়া শিবিরকে।