shono
Advertisement
Kanhaiya Kumar

বাম ছাত্রনেতা থেকে কংগ্রেসের প্রার্থী, কানহাইয়া কুমারের সম্পত্তি কত?

কানহাইয়ার প্রতিপক্ষ মনোজ তিওয়ারি দিল্লির ধনীতম প্রার্থী।
Posted: 04:30 PM May 07, 2024Updated: 05:14 PM May 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানহাইয়া কুমার (Kanhaiya Kumar )। একসময়ের দাপুটে বামপন্থী ছাত্রনেতা। এবার কংগ্রেসের টিকিটে লোকসভার লড়াইয়ে। বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা কানহাইয়া আদপে গরিব পরিবারের ছেলে। এবছর লোকসভায় দিল্লিতে যে কজন প্রার্থী লড়ছেন, তাঁদের মধ্যে সবচেয়ে কম বিত্তবান তিনিই। কানহাইয়ার মোট সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ টাকার আশাপেশে।

Advertisement

কংগ্রেসের যুব নেতার নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ ১০ লাখের কিছু কম। কানহাইয়া কুমারের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮ লক্ষ ৭ হাজার টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ২ লক্ষ ৬৫ হাজার টাকা। নিজের পেশা হিসাবে 'সমাজসেবক' উল্লেখ করেছেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা। তাঁর কোনও গাড়ি নেই।

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ছাদে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার মহিলার দেহ! যোগীরাজ্যে চাঞ্চল্য]

কানহাইয়ার প্রতিপক্ষ বিজেপির মনোজ তিওয়ারি। ভোজপুরী গায়ক দিল্লির ধনীতম প্রার্থী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮ কোটি টাকার। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ১৭ কোটি টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। তাঁর হাতে নগদে রয়েছে ২ লক্ষ ৩৬ হাজার টাকা। তাঁর নামে পাঁচটি গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে মার্সিডিজ, অডি, ফর্চুনারের মতো নামী গাড়িও।

[আরও পড়ুন: মিম ঘিরে রাজনীতির ছায়াযুদ্ধ, নিজের ‘নাচে’র ভিডিও শেয়ার করে মমতাকে খোঁচা মোদির!]


আম আদমি পার্টির সঙ্গে আসনরফার পরে দিল্লির তিনটি কেন্দ্রে লড়বে কংগ্রেস (Congress)। উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে টিকিট দেওয়া হয়েছে কানহাইয়াকে। তাঁকে লড়তে হবে বিজেপির মনোজ তিওয়ারির বিরুদ্ধে। দিল্লিতে মনোজ তিওয়ারিই একমাত্র সাংসদ যাকে টিকিট দিয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনে(Lok Sabha 2024) বিহারের বেগুসরাইতে সিপিআইয়ের (CPI) প্রার্থী হয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে পরাজিত হন কানহাইয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা কানহাইয়া আদপে গরিব পরিবারের ছেলে।
  • এবছর লোকসভায় দিল্লিতে যে কজন প্রার্থী লড়ছেন, তাঁদের মধ্যে সবচেয়ে কম বিত্তবান তিনিই।
  • কানহাইয়ার মোট সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ টাকার আশাপেশে।
Advertisement