সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার (Lok Sabha 2024) প্রচারে প্রথমবার বাংলায় এসে তৃণমূল নিয়ে সেভাবে উচ্চবাচ্চ করলেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মালদহের সুজাপুরের সভায় খাড়গে মূলত আক্রমণ করলেন বিজেপিকে। শেষে ভোটারদের সতর্ক করে গেলেন, 'তৃণমূল বা বিজেপিকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপি সভাপতি জেপি নাড্ডা রাজ্য চষে বেড়াচ্ছেন। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা করে যাচ্ছেন। সে তুলনায় কংগ্রেসের শীর্ষ নেতারা রাজ্য নিয়ে কার্যত উদাসীন ছিলেন। দুদফার ভোট মিটে, তৃতীয় দফার প্রচার শেষের দিকে। অথচ রাজ্যে শীর্ষস্তরের কোনও কংগ্রেস নেতা পা রাখেননি। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এতদিন প্রচারে এ রাজ্যেকে এড়িয়ে চলছিলেন তৃণমূলকে সরাসরি আক্রমণ করতে চাইছিলেন না বলেই। এদিন মালদহের সভা থেকে খাড়গে তৃণমূল নিয়ে কী বলেন সেটাই ছিল দেখার।
[আরও পড়ুন: খানাকুলে মিতালী বাগের গাড়ি ভাঙচুর, ‘প্রার্থীর ক্ষতি করার চেষ্টা’, তোপ তৃণমূলের]
তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা না হলেও সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেনি এআইসিসি (AICC)। এদিনও সেই নীতির অন্যথা হল না। খাড়গে মালদহের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে সেভাবে সরব হলেন না। তাঁর অভিযোগ একটাই, তৃণমূলও বিজেপির মতো কংগ্রেস ভেঙেছে। কংগ্রেস পরিবারকে ভাঙার চেষ্টা করেছে। গোটা ভাষণে শুধু বিজেপিকে আক্রমণ করে গেলেন খাড়গে। তবে শেষে তাঁর সাবধানবাণী, "তৃণমূলকে ভোট দিয়ে ভোটের বিভাজন করবেন না। তৃণমূল গোটা দেশে নেই। কংগ্রেস কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সর্বত্র আছে। অন্য দল ছোট ছোট, রাজ্যে রাজ্যে আছে।"
[আরও পড়ুন: অসুস্থ বাবা-মা, অভাব নিত্যসঙ্গী, মাধ্যমিকে দুরন্ত ফল করেও উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত পৌলমী]
এদিনের সভা থেকে আরও একটা দাবি করে গিয়েছেন খাড়গে। যা তৃণমূলের অন্দরে জল্পনার উদ্রেক করতে পারে। কংগ্রেস সভাপতির দাবি, কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে যাওয়া মৌসম নূর তৃণমূলে বিরক্ত। তিনি দলে ফিরতে চাইছেন।"