shono
Advertisement

ভোটের মরশুমে ধাক্কা খাবে বিগ বাজেট ছবির ব্যবসা! কী বলছে টলিউড?

মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু বলিউডের বিগ বাজেট ছবিও।
Posted: 09:18 AM Mar 19, 2024Updated: 08:28 PM Mar 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশজুড়ে এখন শুধুই ভোটের হাওয়া। সবার চোখই এখন আসন্ন লোকসভার দিকে। নির্বাচনের তারিখ নির্ধারন হওয়ার পর থেকে ভোট জ্বরে কাবু গোটা দেশ। কিন্তু এরই মাঝে কপালে চিন্তার ভাঁজ দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির। কেননা, ভোটের মরশুমে একাধিক বিগ বাজেট ছবির মুক্তি। ভোটের হাওয়ায় মেতে থাকা দর্শকদের এই ছবিগুলো কতটা হলমুখি করতে পারবে তা নিয়ে বেশ চিন্তিত পরিচালক থেকে প্রযোজক। আসুন চোখ রাখা যাক টলিপাড়ার অন্দরে।

Advertisement

গত বছরের শেষেই অঙ্কুশ জানিয়ে দিয়েছিলেন তাঁর প্রযোজিত ছবি ‘মির্জা’ মুক্তি পেতে চলেছে এপ্রিল মাসে। ইদকে মাথায় রেখেই এই ছবি মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। ইতিমধ্য়েই নজর কেড়েছে ‘মির্জা’ ছবির ট্রেলার ও গান। তা ভোটের ঠিক আগে এই ছবি মুক্তি পেলে ব্যবসার ক্ষতি হবে না তো? অঙ্কুশ জানিয়েছেন, ”ভোট খুব একটা প্রভাব ফেলতে পারবে না মনে হয়। কেননা, ১৯ এপ্রিল অর্থাৎ ভোটের ১০ দিন আগে ছবি রিলিজ। আশা করা যায় একদিনেই ছবির ট্রেন্ড বুঝতে পারব। তবে কলকাতায় তো জুন মাসে ভোট, তাই খুব একটা অসুবিধা হবে না।” মির্জা নিয়ে যে অঙ্কুশ আত্মবিশ্বাস তা অভিনেতা বুঝিয়ে দিলেন হাভেভাবে। অন্যদিকে, টলিউডের প্রথম হাইটেক ছবি ‘বুমেরাং’-এর রিলিজ মে মাসে। জিতের এই ছবি ইতিমধ্যেই হাওয়া গরম করেছে টলিপাড়ার। ভোটের কারণে এই ছবির কী মুক্তি পিছিয়ে যাবে? ছবির পরিচালক সৌভিক কুণ্ডু অবশ্য মুক্তি পিছিয়ে নেওয়ার ব্যাপারে মন্তব্য করেননি। তাঁর কথায়, ”আপাতত আমরা পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত। বাদ বাকি সিদ্ধান্ত প্রযোজকের।”

ভোটের মরশুমে মুক্তি পাবে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ‘দরদ’। ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার বাদশা শাবিক খান। এই ছবির পরিচালক মামুন স্পষ্ট জানালেন, ”ভোটের প্রভাব বক্স অফিসের উপর পড়তেই পারে। তাই এপ্রিল মাসে আমরা সিদ্ধান্ত নেব, এই ছবির রিলিজ ডেট নিয়ে”।

শোনা এও যাচ্ছে, অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ছবি ‘অথৈ’ ইদ এবং পয়লা বৈশাখকে মাথায় রেখে মুক্তির পরিকল্পনা চলছিল। কিন্তু লোকসভা ভোটের কারণে ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ছবিতে অর্ণ অভিনয়ও করেছেন। রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকারের মতো তারকা। 

[আরও পড়ুন: কার সুরে মুগ্ধ ‘দাদা’ সৌরভ? হোলি স্পেশাল এপিসোডের আগাম ঝলকেই ফাঁস তথ্য]

তবে শুধুই টলিপাড়া নয়, চিন্তায় রয়েছে বলিউডও। এপ্রিল, মে মাসে বলিউডের ঝুলিতেও রয়েছে বেশ কিছু বিগ বাজেট ছবি। যার মধ্যে রয়েছে অক্ষয়-টাইগার শ্রফের ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞা’, ‘লাভ সেক্স অউর ধোকা’, ‘ময়দান’, ‘সিংহম এগেইন’-এর মতো ছবি।

কয়েকদিন আগেই দেখা যায় টেলিভিশনে ধারাবাহিকের টিআরপিও নিম্নমুখী। তথ্য বলছে, ভোটের খবরের বাড়বাড়ন্তর জন্যই এমনটা ঘটছে। তবে নেটফ্লিক্স, আমাজনের মতো ওটিটি সংস্থার দাবি ভোটের মরসুমের তাদের দর্শকসংখ্য়ায় কোনও ঘাটতি হবে না। আর সেই কারণেই ভোটের মরশুমেই একাধিক নতুন সিরিজ ও সিনেমার ঘোষণা করতে চলেছে আমাজন ও নেটফ্লিক্সের মতো ওটিটি সংস্থা।

[আরও পড়ুন: শিক্ষা দুর্নীতি থেকে রবিনা ট্যান্ডনের সঙ্গে আইনি যুদ্ধ, সব নিয়ে খোলামেলা আড্ডায় চন্দন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement