সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমন্ত্রণ জানিয়েছিলেন বিশিষ্টজনেরা। প্রস্তাব গিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ধাঁচে ভারতেও দুই প্রধান প্রতিপক্ষ নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং রাহুল গান্ধী মুখোমুখি বিতর্কে বসুন। সেই প্রস্তাবে সাড়া দিলেন রাহুল গান্ধী। জানিয়ে দিলেন, মোদির সঙ্গে যে কোনও দিন, যে কোনও জায়গায় বিতর্কে বসতে রাজি তিনি। একই সঙ্গে তাঁর প্রশ্ন, মোদি রাজি হবেন তো?
লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) তিনটি দফার নির্বাচন হয়ে গিয়েছে। কেন্দ্রের হিসেবে অর্ধেকের বেশি কেন্দ্রে ভোটদান সম্পন্ন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) মুখোমুখি প্রকাশ্যে বিতর্কসভায় বসার আমন্ত্রণ জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি লোকুর, হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এ পি শাহ ও বর্ষীয়ান সাংবাদিক এন রাম। বিশিষ্টদের ওই প্রস্তাবে ভালো সাড়া পড়েছে নেটদুনিয়ায়। অনেকেই বলছেন, প্রধান দুই প্রতিপক্ষ সরাসরি বিতর্কে বসলে মন্দ হয় না। দেশের জন্য তাঁদের চিন্তাভাবনা কী, সেটা স্পষ্ট হওয়া দরকার।
[আরও পড়ুন: ভোটের চূড়ান্ত হার প্রকাশ করার সময়সীমা বেঁধে দেওয়া হোক কমিশনকে, আর্জি সুপ্রিম কোর্টে]
এ সম্পর্কে প্রশ্ন করা হলে রাহুল গান্ধী স্পষ্ট বলে দিয়েছেন, মোদির সঙ্গে যে কোনও সময় যে কোনও জায়গায় বিতর্কে বসতে আপত্তি নেই তাঁর। কংগ্রেস নেতা বলছেন, "আমি যে কোনও প্ল্যাটফর্মে মানুষের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কসভায় রাজি। কিন্তু আমি যতদূর আমাদের প্রধানমন্ত্রীকে চিনি, তিনি যে আমার সঙ্গে বিতর্কে বসবেন না সেটাও ১০০ শতাংশ নিশ্চিত।"
[আরও পড়ুন: অমিত শাহকে বিদায় জানাতে বিমানবন্দরে ‘কয়লা মাফিয়া’! তালিকা প্রকাশ করে তোপ তৃণমূলের]
বস্তুত এই ধরনের বিতর্ক ভারতে নতুন। তবে প্রধানমন্ত্রী রাজি হবেন কিনা, তাতে সংশয় রয়েইছে। কারণ, মোদি গত ১০ বছর প্রধানমন্ত্রী থাকাকালীন একটা সাধারণ সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেননি। কিছু কিছু সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন বটে, সেটাও বাছাই করা। তিনি এই ধরনের বিতর্কে রাজি হবেন কিনা, সংশয় আছে রাজনৈতিক মহলেও।