shono
Advertisement
Lok Sabha 2024

রেভান্না সেক্স স্ক্যান্ডালে নয়া মোড়, অভিযোগ করতে জোর করা হয়েছিল, বিস্ফোরক 'নির্যাতিতা'

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বলের একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
Published By: Subhajit MandalPosted: 09:14 AM May 10, 2024Updated: 09:14 AM May 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (HD Deve Gowda) নাতি প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা মামলায় নয়া মোড়। তথাকথিত নির্যাতিতার দাবিতে অস্বস্তিতে কর্নাটকের কংগ্রেস (Congress) সরকার। এক নির্যাতিতা জানিয়েছেন, তিনি প্রজ্বলের বিরুদ্ধে অভিযোগ করতে চাননি। পুলিশ সেজে কয়েকজন তাঁকে বাধ্য করেছে অভিযোগ দায়ের করতে। এমনটাই দাবি জাতীয় মহিলা কমিশনের।

Advertisement

জাতীয় মহিলা কমিশন (NCW) বলছে, নির্যাতিতা এক মহিলা তাঁদের জানিয়েছেন প্রজ্বলের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য করেছে পুলিশ সেজে আসা একদল যুবক। জাতীয় মহিলা কমিশনের এই দাবি প্রকাশ্যে আসতেই কংগ্রেসকে তোপ দেগেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রেভান্নার কাকা এইচ ডি কুমারস্বামী (HD Kumaraswamy)। তাঁর দাবি, কংগ্রেস সরকার যে সিট গঠন করেছে, সেই সিটের সদস্যরা নির্যাতিতাদের ভয় দেখাচ্ছেন। ভয় দেখিয়ে তাঁদের কংগ্রেসের পক্ষে কথা বলতে বাধ্য করা হচ্ছে।

[আরও পড়ুন: রাজভবনের সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে অভিযোগকারিণীর মুখ! কী প্রতিক্রিয়া তরুণীর?]

যদিও কংগ্রেস সরকারের দাবি, কোনও নির্যাতিতা অভিযোগ প্রত্যাহার করার কথা জানাননি। তাই রেভান্নার বিরুদ্ধে তদন্ত চলবেই। প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna) বিরুদ্ধে ইতিমধ্যেই ব্লু কর্নার নোটিস (Blue Corner notice) দায়ের করেছে সিবিআই (CBI)। দেশছাড়া প্রজ্জ্বলকে দেশে ফেরাতে একাধিক উদ্যোগ নিয়েছে কর্নাটকের সিদ্দারামাইয়া সরকার। তবে তিনি কোথায় রয়েছেন সে বিষয়ে কোনও তথ্য নেই সিটের কাছে।

[আরও পড়ুন: শ্লীলতাহানি বিতর্ক: ১ ঘণ্টা ৯ মিনিটের ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন, কী আছে ভিডিওয়?]

উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বলের একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল। তদন্ত শুরু হতেই দেশ ছেড়েও পালিয়েছেন তিনি। তবে জেডিএস সাংসদের এই কাণ্ডে প্রবল অস্বস্তির মুখে পড়েছে বিজেপি। কারণ রেভান্নার সমর্থনে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। সেই কাজকে তোপ দেগে রাহুল গান্ধী বলেছিলেন, ৪০০ মহিলার ধর্ষককে ভোটে জেতাতে প্রচার করেছেন প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা মামলায় নয়া মোড়।
  • তথাকথিত নির্যাতিতার দাবিতে অস্বস্তিতে কর্নাটকের কংগ্রেস সরকার। এক নির্যাতিতা জানিয়েছেন, তিনি প্রজ্বলের বিরুদ্ধে অভিযোগ করতে চাননি।
  • পুলিশ সেজে কয়েকজন তাঁকে বাধ্য করেছে অভিযোগ দায়ের করতে।
Advertisement